`শেখের বেটির কৃতিত্ব খাটো করবেন কী দিয়ে?`

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

আমার জীবনের প্রথম টিউব রেল বা মেট্রো রেল বা সাবওয়ে যাই বলি না কেন, চড়ি কলকাতা গিয়ে। জুঁই বাংলার কবিতা সম্মেলনে গিয়েছিলাম। তখন থেকেই তো মনের মধ্যে প্রশ্ন জাগতো কবে হবে আমাদের বাংলাদেশে এমন রেল?

এর পরপরেই ইউরোপের আটটি দেশে যাই। ইংল্যান্ড, জার্মান, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ফ্রান্স – একেকটা দেশের একেক রকমের সুন্দর রেল। কিন্তু সবচেয়ে মোহিত হলাম রাশিয়ার মস্কো পাতাল রেল দেখে। এতো সুন্দর কারুকার্যময়, গভীর ও থিমেটিক কোনো পাতাল রেল স্টেশন কোথাও দেখিনি। মনে হয় এখনও দেখা হয়নি।

তারপর কানাডার মন্ট্রিয়েল হয়ে আমেরিকার বোস্টনে এলাম পড়তে। আমেরিকার প্রাচীনতম পাতাল রেল। একেকটা স্টেটে আবার একেক রকমের রেল। তারপর চায়না, আরো কতো দেশে দেখলাম। প্রতিবার কিন্তু সেই একই কথাই বলেছি, ভেবেছি- আমাদের দেশে কবে হবে?

ক্ষমতায় তো ঘুরে ফিরে অনেকেই এলেন। কই আর কেউ কিন্তু পারলেন না! আমি রাজনৈতিক দল করি না। কিন্তু শেখের বেটির একটার পর একটা কৃতিত্ব খাটো করবেন কী দিয়ে? হ্যাঁ, কাল থেকে আমাদেরও মেট্রো রেল হলো। এখন সবার দায়িত্ব রক্ষা করার। দুর্নীতি কমাতে পারলেই বাংলাদেশ হবে আরেকটি উন্নতির নজির! ধর্ম ধর্ম করে গলা ফাটিয়ে, লোক দেখানো রিচুয়াল না করে আসল ধর্ম পালন করুন; ঘুষ, দুর্নীতি, মানুষ ঠকানো বন্ধ করুন। দেখবেন সব খারাপ ভেসে যাবে গতিময় স্রোতে। শেখের বেটি কে সালাম জানাই, কুর্নিশ করি, অভিবাদন জানালাম। জানালাম বাংলাদেশের যারা এটিকে সফল করেছেন তাঁদের সবাই কে। আর প্রথম নারী চালক- মরিয়ম আফিজাকে!

Check Also

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। …

48 comments

  1. MD Sultan Sahjahan Saju

    সৈরাচারি কৃতিত্ব দিয়ে মাফিয়া ডন হিসাবে জনগণের রক্তচোষা হিসাবে আর কি। ঠিক আছে ভোট যেন একটু সুষ্ঠু দেয় কৃতিত্ত্ব কোথায় যায়।

  2. রাতের ভোট,বিরোধি দলের উপর হামলা মামলা, হক কথা বলার জন্য আলিমদের জেল,ইত্যাদি

  3. মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে একটা সুন্দর মেট্রোরেল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

  4. Jonogoner poun taa mari unnoyon sodao manosh doi Bela khetay pacchena are tomraa unnoyon sodao

  5. MD Arafat Hossain Chowdhory

    জোর করে ভালোবাসা হয়না, তাতে যত গিফটই দাওনা কেন! তাছাড়া গিফট এর দাম যা তার থেকে ভাউচারে যদি বেশি লেখা থাকে তাহলে ভালোবাসা থেকে ঘৃণাটাই বেশী আসা সাভাবিক! 😷

  6. ভোট চুরি সেরা পৃথিবীর ভিতরে সব রেকর্ড এর মালিক তিনিই।এবং তিনি মিথ্যাবাদী ও সেরা যা গিনিস বুকে অ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ার সুপারিশ রাখে

  7. সবইতো ঋণের টাকা।

  8. Vot chori dye

  9. Sheikh er beter krititto ki valo jay !Mamla,hamla, jail, julum gum aro koto ki agule to vola jayna.

  10. এতো তারাহরা করার কারণ কি?
    51 কি: মি মধ্যে মাএ 11 কি:মি
    তার মানে……..?

  11. Vot dakati are bank dakati are manus kon diye.

  12. বৈধতার নেই

  13. চালের কেজি সত্তর টাকা। শাওয়ার মেট্রোরেল আর পদ্মাব্রিজ গরিব জনগণ বোঝে না। রংপুরে আওয়ামীলীগ এর জামানত বাতিল হয়েছে। তাকি শেখের বেটি জানে

  14. Rajat Kanti Majumder

    একপাল রোহিঙ্গারে জায়গা দেওয়া

  15. আরিয়ান নিপুন

    শিশুদের বই কোথায়?

  16. ছয় মাসের ব্যাবধানে দ্রব্য মূল্য দ্বিগুণ।
    কিভাবে ভুলি শেখের বেটির কৃতিত্ব।
    সাড়া দিন মেট্রোরেলে ঘুরবো পেট ভরে যাবে।

  17. রাতে ভোট দিয়ে।

  18. منشي ماهر مناظر

    “উন্নয়নের তাবিজ”

    ভাত না খেয়ে কুঁড়া খাবি
    নয়তো খাবি তোষ,
    ফলের বদল খেতে পারিস
    মিষ্টি কুমড়ার জুস।

    পেঁয়াজ দিয়ে খাসনে সালাদ
    পেঁপে দিয়ে চালা,
    মাংস খাওয়ার ইচ্ছে হলে
    মুখে মারিস্ তালা।

    মাছ খাওয়াটা বাদ দিয়ে দে
    বাজার ভীষণ চড়া,
    মাছ না খেয়ে গর্ত থেকে
    ব্যাঙ ধরে খাইস তোরা।

    বেগুন দিয়ে চলবেনা আর
    বেগুনি ভাজার ধারা,
    কোমড় দিয়ে চালাবি সেটা
    যতই থাকুক প্যারা।

    পেয়াজ ছাড়া রান্না হবে
    আমরাও খাই তা-ই,
    কম খেয়ে তাই চালের অভাব
    মিটাতে হবে ভাই।

    বার্গার খাবি খেতে পারিস
    তবে মাংস ছাড়া,
    কাঠাল দিয়ে বানাবি সেটা
    যেমনেই পারিস তোরা

    সিদ্ধ করে কচু খাবি
    তেল ছাড়া খা আলু,
    মাসলা- পাতি কমই খাবি
    পেটটা থাকুক ভালো।

    কেউবা খাবি কেউবা পাবি
    কেউবা যাবি মারা,
    এমনি করে জিন্দা রাখিস
    উন্নয়নের ধারা।

  19. জানতে চায় টাকা কি শেখের নাকি তার মেয়ের। সব ব্যাংক আজ খালি করে দিয়েছে। তার দলের লোক খালি করেছে অর্থাৎ সে করেছে । তার জন্য এই সে নিজে দায়ী। এটা শেখের এবং তার মেয়ের কলংক। মুছেফেলতে পারবেন না।

  20. একটা কাজ করা যায়,,, আমরা গিয়ে মেট্রোরেল ভিক্ষা করবো নে,,, কারণ মেট্রোরেলে তো সব জমিদার গুলা জায়বো আমরা তো গরিব,, চালের কেজি ৭০ টাকা,,, ভাত জুটে না পেটে,,, ভ্রমণের সুবিধা দিয়ে লাভ কি বুজলাম না😡😡😡

  21. ঠিকই তো তিনগুণ বেশী খরচের চুরিচামারির মেট্রো রেলের সাফল্য খাটো করে দেখি কি করে। পৃথিবীর কোথাও মেট্রো রেলের উদ্বোধন দেশের সরকার প্রধান করেছে বলে শুনিনি আর তার পাহাড়ায় উপরে ৫/৬ টি হেলিকপ্টার উড়িয়ে, শত শত সরকারের পুলিশ নামিয়ে গরীব জনগনের ট্যাক্সের টাকার যে শ্রাদ্ধ করা হলো তা কি করে খাটো করে দেখি?

  22. খাটো কে করে? নিজদলের দুর্নীতিবাজ লোকরাই তার অর্জনকে ম্লান করে চলেছে।

  23. All Awamileuge is Bastrad

  24. Adv Sirajul Haque Billal

    আওয়ামী লীগের ত্যাগী কমিদের জন্য আওয়ামী লীগ বেঁচে আছে।

  25. Sheikh Salim Sheikh

    Vote dakati diye

  26. এমনভাবে বলিতেছন মনে হয় উনার সঙচ্ছয়ের টাকা দিয়ে মেট্রোরেল করা হয়েছে। জনগণের পেটে লার্থি মেরে দশ টাকার জায়গায় দশ হাজার টাকা খরচ করে মেট্রোরেল করে বাহবা নেওয়ার কিছু নাই।

  27. Sompod curi Kore America jomiye

  28. Kintu amar voter odhikar seta to kere niyace

  29. এতো কৃতিত্ব তাহলে নিরপেক্ষ ভোট দিতে এতো ভয় কিসের

  30. রাতের ভোট দিয়ে।

  31. অবৈধ ভাবে জনগন কে ধোকা দিয়ে ক্ষমতায়
    সব উন্নয়ন ধুলায় মলিন হয়ে যায়

  32. টাকা তো জনগণের তাহলে শেখ আসলো কোথা থেকে।

  33. সুদের উপর টাকা নিয়ে বিরিয়ানি খেলে সেটা বদ হজম পেট খারাপ থেকে ডায়রিয়া= আইসিইউ = কমাতে যাওয়ার সম্ভাবনা থাকে …….

  34. Problem election

  35. হিন্দিতে নিয়ন বোর্ড!!

  36. কারো বাপের টাকার তৈরি নাকি সব জনগণের টাকা

  37. উন্নয়ন একটি রাষ্টের ধারাবাহিক প্রক্রিয়া,,তিনি দেশ ও জাতির জন্য কি করেছেন,,ভোটের মাধ্যমে তার প্রমাণ হবে,,এখানে আপ্লুত হওয়ার কিছু নেই,,ভালো কাজকে ভালোই বলবে সকলেই,,,এটা সাধারণ মানুষ কতটুকু সুযোগ পাচ্ছে তা দেখাই মূল লক্ষ,,ভাড়া নির্ধারণ পর্যালোচনা করলেই বুঝা যাবে

  38. Muhammad Nazrul Islam

    এইটা বাংলাদেশ, জাপানি প্রযুক্তি কোন কাজই দিবে না, গুলিস্তানের প্রযুক্তি ছাড়া মেট্রোরেল চালানো অসম্ভব।

  39. 2014 আর 2018 এর ( ? ) নির্বাচনে! খাটো হয়নি ক্ষমতা দীর্ঘ হলো।
    উন্নয়ন আর টাকা পাচার , বেগম পাড়া সবই জনগণের টাকা ।

  40. Md Selim Reza Selim

    মানুষ হলে নিজের বিবেককে প্রশ্ন করে দেখু'ন উত্তর পেয়ে যাবেন। পেটে ভাত নেই। প্রত্যেকটা জিনিসের দাম দ্বিগুণ হয়েছে। আগে ভাতের ব্যবস্থা করুন। আমরা জানি মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে যেগুলো মৌলিক চাহিদা সেগুলোই আগে পূরণ করতে হবে পরে অন্যগুলো। মানুষ ভাত খেতে পারছে না সেখানে পদ্মা সেতু, মেট্রোরেল দিয়ে কি হবে। আগে ভাতের ব্যবস্থা করুন।

  41. গোধূলী বেলায়

    দেশের মানুষ দিশেহারা না। দিশেহারা আপনাদের মত কিছু হাওয়া ভবনের দালাল।

  42. মেট্রোরেল দিয়ে তো মানুষের ক্ষুদা নিবারণ হবেনা . . চালের কেজি ৮০ টাকা ময়দার কেজি ৮৫ টাকা বাকিটা তো ইতিহাস

  43. নাদান জনগণ এই কৃতিত্ব বুঝলো না। তাইত রংপুরে একেবারে নেংটা করে ফেলেছে। সুযোগ পেলে ভবিষ্যতে কি করবে আল্লাহ জানেন……..

  44. শেখের বেটির কৃত্বিত কিভাবে হইলো ঋণের টাকায় করা সেই ঋণ শোধ করতে হবে জনগণকে ইতিমধ্যে তার প্রভাব বাজারে পড়ছে দ্রব্যমুল্য দাম বাড়ছে দিন দিন বীপরিতে আয়ের উৎস নেই মানুষ হিমশিম খাচ্ছে ঋণের টাকায় ঘি লোক দেখানো উন্নয়ন যে ঋণ শোধ করতে হবে প্রজন্ম থেকে প্রজন্ম শেখের বেটির অবদান কিভাবে জাপানি সংস্থা করলো টাকার লাভ উঠাবে ব্যাবসা করবে কোন কোম্পানি যদি ব্যাবসায়িক দিক থেকে একটা জিনিস করে তার লাভের জন্য মেট্রোরেলের সেবা নিবে মানুষ টাকা দিয়ে এখানে যদি কৃতিত্ব দিতে হয় তাহলে বাংলাদেশের যত কোম্পানি আছে সেবামূলক সবাইকে কৃতিত্ব দিতে হবে তারাও সেবা দেয় টাকার বিনিময়ে

  45. This is har job.

  46. মানুষ তার কর্মে পরিচয়!
    উন্নয়ন ভালো মানুষেমানুষের মাপকাঠি নয়।উন্নত চরিত্র, সততা,ন্যায় পরায়নতা,পরমত সহিষ্ণুতা ভালো মানুষের পরিচায়ক ;যার একটাও তার মধ্যে নেই।
    জনগণের টাকা উন্নয়নের নামে লুটপাট করেছে। তাছাড়া টাকা তো আমাদের মানে জনগণের। সরকার ঠিকাদার মাত্র। আর ঠিকাদার হয়ে মালিক বনে যাওয়া, কেউ মেনে নেবে না- একমাত্র লুটপাটের অংশীদার ছাড়া। ১৫ বছর মানুষ ভোট বঞ্চিত, অধিকার বঞ্চিত।
    আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকলেও, কারবাবার সাধ্য কিছু বলে!!

  47. যাশোরের ভাষায় একটা কথা আছে ,হাতুরে করে কাম,মরদের হয় নাম,এটা জাতি কোনো দিন ভুলবে না!

  48. MdSharfuddin Showrov

    কৃতিত্ব দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *