লুঙ্গি পরে মেট্রো রেলে উঠতে পেরে কেঁদে ফেললেন সোলাইমান

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

সকাল তখন সাড়ে ৭টা ছুঁই ছুঁই। শীতের কুয়াশায় সূর্যের আলো তখনো ঝাপসা। এরই মাঝে যেন উত্তাপ ছড়াচ্ছে মেট্রো রেলের প্রথম যাত্রার অপেক্ষা। ঠিক সকাল ৮টা ৩৩ সেকেন্ডে হুইসেল বাজিয়ে যাত্রী নিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রো রেল।

দেশের প্রথম মেট্রো রেলে সরেজমিন ভ্রমণের সময় দেখা যায়, ট্রেনে যারা প্রথম উঠছেন তারা সবাই উচ্ছ্বসিত। সবাই ট্রেনে উঠে প্রথমে উল্লাস প্রকাশ করছেন।

তবে তাদের মধ্যে ব্যতিক্রম ছিলেন একজন। মেট্রো রেলের একটি কোচে ছলছল চোখে আসনে বসে আছেন মো. সোলাইমান। কারওয়ান বাজার থেকে এসেছেন। থাকেনও সেখানে। তার চোখে পানির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘স্টেশনে এসে সবাই দেখি যে প্যান্ট পরা। আমি দেখি যে লুঙ্গি পরা। এ জন্য চিন্তা করছিলাম আমারে কি উঠতে দিব, নাকি দিব না। মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম। আল্লাহ, যেন উঠতে পারি। আল্লাহ, গেট দিয়ে যেন ঢুকতে পারি। গেট দিয়ে যখন ঢুকতে পারছি তখন মনে মনে কই, আল্লাহ, মেট্রো রেলে উঠতে পারলাম। এটা মানুষকে বলব, সাথের লোককে বলতে পারব প্রথম দিন মেট্রো রেলে উঠছি। ’

অন্য যাত্রীরা সেলফি তুলছেন, ভিডিও করছেন। অনেকেই ভিডিও কলে কথা বলছেন, দেখাচ্ছেন বাইরের দৃশ্য।

যাত্রীরা বলছেন, এমআরটি পাস নিতে একটু লেট হয়েছে। আর এটাই স্বাভাবিক। কারণ প্রথম অবস্থায় অভ্যস্ত হওয়ার বিষয় রয়েছে। তবে দেখে ভালো লাগছে, দেশে এখন ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটতে পারছি। দেশ এখন ডিজিটাল।

Check Also

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। …

25 comments

  1. আহারে! নিউজ!

  2. হ কাইলকে আবার জাঙ্গিয়া পরে কেউ উঠে হেগে দিবে সাংবাদিকের মুখে😆

  3. Md Anwar Hossen Shakil

    এই গুলোও নিউজ 😄😄😄😄😄

  4. মেট্রোরেল এর বগি একটা উপহার দেওয়া উচিত তাহাকে,😷

  5. তার মানে বিশ্ব জয় করে ফেলেছেন
    যেখান যে পরিবেশ সেখানে সে পরিবেশে চলাই ভাল।

  6. Tanjim Mohammod Jaynul

    এখন ওরে প্যান পড়িয়ে দেওয়া হোক

  7. তবুও ভালো বাংলাদেশ নামে একটা দেশ আছে।নাহলে মগা সাংঘাতিক আর পাগল ছাগল মার্কা পাবলিকের কি পরিণতি হতো।ভেবেই পাচ্ছি না।

  8. ওকে যাদুঘরে রাখা হোক

  9. নিবে যাওয়া প্রদিপ

    ওরে মুফিজ,,,,,,
    থাকে লুঙি কোলে 3 পিছ পডায় দেওয়া হোক

  10. পৃথিবীতে সর্বপ্রথম লুঙ্গি পড়ে কোন লোক ট্রেনে উঠেছে। আমরা জাতি হিসেবে গর্বিত

  11. লুঙ্গি জাতীয় বস্ত্র।

  12. সাংবাদিক দের গুষ্টি চু…
    এই সোনা ছাড়া আর কোনো নিউজ নাই

  13. Hossain Mohammad Iqbal

    বিশ্বের সবচেয়ে সেরা দর্শকদের পুরস্কার দেয়া হোক

  14. তোমাকে কি রেলের বগি একটা দিয়ে দিবে নাকি? টাকা দিয়ে যাবে কি পরছ সেটা বিষয় না

  15. Take draibar job deya hok

  16. Atiqur Rahman

  17. যাহ দুষ্টু

    বাহ দুচির ভাই বাহ

  18. অফিসিয়াল পোশাক ছাড়া উঠতে দেওয়া ঠিক হবে না।

  19. বিশ্বকাপ শেষ হওয়ার পর সাংবাদিকদের বেকারত্ব গুছানোর জন্য আপাতত মেট্রোরেল।
    যাক সাংবাদিকদের এবার চলার একটি সুযোগ হলো।

  20. মেট্রো এবং রেল নামে জমজ সন্তানের কবে পাব?

  21. ওকি ভোদাই

  22. সব বাটপারি

  23. ওরে বাটপার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *