শত শত মানুষের চোখ আটকে গিয়েছিল নিষ্পাপ সেই মুখের দিকে

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ফয়সালের এই আঁকা ছবিটা যিনি বহন করছেন তিনি ক্যামব্রিজের বাসিন্দা একজন আমেরিকান। বয়স যখন ১৮ ফয়সালের, তখন এই ভদ্রলোকের বয়স প্রায় ৭০।

দুজনের বন্ধুত্ব কাজের জায়গায়। ফয়সালের এই পোট্রেটটি আঁকা শুরু করেছিল দুজনে মিলেই! কিন্তু এটি আঁকা শেষ না হতেই পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে ফয়সাল।

ভদ্রলোক জানালেন এরকম করুণ মৃত্যুতে তার রাত কাটছে নির্ঘুম, তাই রাত জেগে ফয়সালের এই কোমল মুখের ছবিটি সম্পন্ন করেছেন। আর সেই ছবি বহন করে প্রায় দুই ঘণ্টা কেমব্রিজ সিটি হলের সামনে প্রতিবাদ সমাবেশে ঠাই দাঁড়িয়ে ছিলেন। আর সমাবেশে আগত শত শত মানুষের চোখ আটকে গিয়েছিল নিষ্পাপ সেই মুখের দিকে।

(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)

Check Also

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। …

One comment

  1. Anwarul Sazzad Parvez

    ,১🇧🇩🇧🇩11qqza🇧🇩🇧🇩🇧🇩🏆🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🏆

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *