Breaking News

একমাসে যা টাকা আয় করল মেট্রোরেল

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

তীব্র যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য আশীর্বাদ হয়ে দেশে প্রথমবারের মতো চাকা ঘুরছে মেট্রোরেলের। গত ২৯ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল শুরু করে মেট্রোরেল।

উদ্বোধনের পর থেকে ২৯ দিনে টিকিট বিক্রি করে ২ কোটি ৪৬ লাখ টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সভাকক্ষে এ তথ্য জানান তিনি।
মেট্রোরেল উদ্বোধন
এম এন সিদ্দিক বলেন পুরো রুট চালু হলে মূল আয় বোঝা যাবে। এই সময়ে টিকিট বিক্রির পরিমাণ ৩ লাখ ৩৫ হাজার।

এ সময় তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজের উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পিতলগঞ্জে এমআরটি লাইন-১ এর ডিপোর নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী মেট্রোরেল চলাচলের উদ্বোধন ঘোষণা করেন। তারপর ২৯ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এর মধ্যে চারদিন সাপ্তাহিক বন্ধ ছিল।

Check Also

বাংলাদেশের দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহি করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রদূত পিটার

দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহি করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস …

One comment

  1. Taluckder Shah Alam

    এখন আয় হলেও বছর শেষে লোকসান গুনতে হয়,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *