Breaking News

রাষ্ট্রপতি পদ লাভজনক নয়, বললেন ইসি আলমগীর

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

রাষ্ট্রপতি পদটি লাভজনক নয় বলে দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনের এ পদে আসীন হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সাংবাদিকরা জানতে চান, আইনে আছে দুদক কমিশনাররা লাভজনক কোনো পদে যেতে পারেন না। রাষ্ট্রপতি পদ লাভজনক, নাকি লাভজনক নয়, এটি নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ব্যাখ্যা কী- জবাবে ইসি মো. আলমগীর বলেন, ‘দুদকের আইনে বলা আছে যে, কমিশনাররা লাভজনক পদে যেতে পারবেন না। কিন্তু আপনারা জানবেন যে, নির্বাচন কমিশন যখন এটি করেছে, তখন আইন-কানুন জেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।’
মো. আলমগীর বলেন, ‘বিচারপতি সাহাবুদ্দীন যখন রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন, তখন এ নিয়ে কোর্টে একটি মামলা হয়েছিল। কারণ বিচারপতির ক্ষেত্রেও একই আইন যে, তারা লাভজনক পদে যেতে পারবেন না। ওই মামলায় হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। সেখানে হাইকোর্ট বলে দিয়েছেন যে, না, এতে কোনো বাধা নেই এবং সেই আদেশের বিরুদ্ধে কোনো আপিলও হয়নি।’
তিনি বলেন, ‘যেহেতু আমাদের সামনে উচ্চ আদালতের একটি সুনির্দিষ্ট উদাহরণ রয়েছে যে, মহামান্য রাষ্ট্রপতির পদকে লাভজনক পদ বলা যাবে না এবং ওই রায়ে বলা আছে, লাভজনক পদ বলতে বোঝাবে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা-কর্মচারী তাদের, অতএব এটি তার (মো. সাহাবুদ্দিন) জন্য প্রযোজ্য নয়। তার রাষ্ট্রপতি পদে আসীন হতে আইনগত কোনো বাধা নেই।’
ইসি মো. আলমগীর বলেন, ‘লাভজনক পদের বিষয়ে একেবারে স্পষ্টভাবে বলা আছে যে, লাভজনক পদ বলতে কী বোঝায়, যদিও তালিকা দেওয়া নেই, তবে লাভজনক পদের ক্ষেত্রে বলা আছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত এবং কোনো প্রতিষ্ঠানে যদি সরকারের ৫০ ভাগের অধিক অর্থ থাকে, তাহলে সেই পদে নিয়োগকে বলা হবে লাভজনক পদ। তো এখানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী, তারা কিন্তু প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো কর্মকর্তা-কর্মচারী নন। এগুলো সাংবিধানিক পদ।’
আলমগীর বলেন, ‘যেহেতু সাংবিধানিক পদ, সেহেতু লাভজনক পদের ডেফিনেশনে (সংজ্ঞা) তারা পড়েন না। আর যেহেতু এটি নিয়ে একটি মামলা হয়েছিল এবং আমাদের আইন যা বলে তা হলো, হাইকোর্ট বা আপিল বিভাগের যদি কোনো রায় থাকে, সেই রায় আইন হিসেবে গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘যেহেতু বিচারপতি সাহাবুদ্দীন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার সময় মামলা হয়, তখন এই মামলাটি খারিজ হয়ে গিয়েছিল, আদালত স্পষ্টভাবে জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতির পদটি লাভজনক পদ নয়। এটি সাংবিধানিক পদ। অতএব এটি তার জন্য প্রযোজ্য হবে না।’

Check Also

বাংলাদেশের দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহি করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রদূত পিটার

দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহি করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস …

8 comments

  1. কথা সত্যি এমপি হয় বাড়ি গাড়ি করার জন্য

  2. M Sumon Islam Sumon

    কালী অবৈধ

  3. বাংলাদেশে বর্তমানে চকিদারের চাকুরি ও লাভ জনক। যদি হয় সরকার দলের চকিদার। তবে তো আর কথায় নাই।

  4. ইসি পদ লাভজনক দালালী পদ

  5. রাষ্ট্রপতির পদ লাভজনক নয় তো সেকি ওখানে বসে তার বাবার বাড়ী আর বাবা খাবার খাবে।

    আহমকের মত কথা বললে উত্তর দিব কি? আকাম কইরা এখন দুর্গা কে খুশি করার জন্য শাকদিয়ে মাছ ঢাকার চেষ্টা।

    ছোটো গল্প বলি এক ছেলে এক মেয়েকে আকাম করছে এখন হুজুর বিচার করছে ১০০ জুতার ভারী, পরে হজুর রাস্তা দিয়ে যাচ্ছেন ঠিক ঔ সময় ছেলেটা জুতার ভারী খেয়ে এসে রাস্তায় কলা গাছের চিপায় বসে আছে, এখন হুজুরকে দেখে ছেলেটা, বলে উঠলো হুজুর যার জন্য জুতার ভারী খেলাম সে আবার মাথা খারা করছে।

  6. Sala kana

  7. রাষ্ট্রপতির বেতন, দেশে বিদেশে চিকিৎসা এগুলো খুবই ক্ষতিকর।

  8. সর্বোচ্চ পদ যদি অলাভজনক হয়। তাহলে লাভজনক পদ কোনটি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *