ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস, ভোট দেয়নি বাংলাদেশ

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের এক বছর আজ। ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও সেনা তুলে নিতে রাশিয়াকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১ দেশ। রাশিয়াসহ বিপক্ষে ভোট দেয় ৭ সদস্যরাষ্ট্র।

রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোট দানে বিরত ছিল বাংলাদেশ- চীন-ভারতসহ ৩২ দেশ। প্রস্তাব অনুমোদন করে সংস্থাটি বলে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদ বর্তমানে নিরাপত্তা পরিষদের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ায় এবং যে কোনো বিষয়ে ভেটো দেওয়ার ক্ষমতা রাখায় ইউক্রেন ইস্যুতে কঠোর কোনো সিদ্ধান্ত নিতে পারছে না নিরাপত্তা পরিষদ।

তবে সাধারণ পরিষদের ভোটাভুটিতে আইনি বাধ্যবধকতা না থাকলেও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

Check Also

‘সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে’ জানালেন মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, এই মাসে সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে। তবে সরকার চেষ্টা …

2 comments

  1. মোজাম্মেল হক

    যুদ্ধ চল্লে তো অজুহাত দেখানো যাবে

  2. জাতীসংঘ এই ভোটাভোটির মাধ‍্যমে এক তরফা নীতি বলেই আমি মনে করি । সবটা দোষ রাশিয়ার উপরই চাপাতে চাইছে । তবে আমিও চাই অতি সত্বর এই যুদ্ধের অবসান হউক ।তবে জাতিসংঘ আমেরিকা বা তাদের রাশিয়া বিরোধী জোট নেটোকে কেন, ইউক্রেনকে সাহায‍্য করতে নিষেধ করল না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *