রাজশাহীর ৯ শিশুর বিকল্প সাজা

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

রাজশাহীতে ৯ শিশু আসামিকে বিভিন্ন অপরাধের ৮ মামলায় সাজা না দিয়ে ১০ শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ আদেশ দেন। রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি শামসুন নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯ শিশুর মধ্যে একজন চোলাইমদ সেবন ছাড়া বাকিদের বিরুদ্ধে লঘু অপরাধের মামলা ছিল। এসব শিশুদের সবারই এটি প্রথম মামলা। বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের প্রবেশনারি অফিসারকে মনিটরিং করতে বলা হয়েছে। আইনজীবী আরও বলেন, বিকল্প পন্থায় তাদের সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। তাদের মানসিক পরিবর্তনের প্রয়োজনে এমন তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন আদালতের বিচারক। ফলে এসব শিশু সংশোধনাগারের বদলে থাকতে পারবে পরিবারের সঙ্গে। শিশুরা শিগগিরই মুক্তি পেয়ে পরিবারে ফিরে যেতে পারবে। রাজশাহী সমাজসেবা প্রবেশনারি অফিসার আতিকুর রহমান বলেন, আদালত একটি ভালো আদেশ দিয়েছেন। আদালত আমাদের ওই শিশুদের অপরাধের ধরন দেখে ভালো কাজ কী কী করবে সেটি ঠিক করতে বলেছেন। আদালতের নির্দেশে আমরা এখন তাদের মনিটরিং করব ও তাদের ভালো কাজগুলো ঠিক করে দেব। প্রতি দুই মাস পরপর আদালতে প্রতিবেদন পাঠাতে হবে। ছয় মাস শেষ হলে তারা যদি নতুন করে কোনো অপরাধে না জড়িয়ে পড়ে তাহলে তারা এসব মামলার দায় থেকে মুক্তি পাবে। awesome)

Check Also

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিচ্ছে জি৭, লক্ষ্য জ্বালানি ও বাণিজ্য

রাশিয়ার ওপর বিভিন্ন সময় নিষেধাজ্ঞা আরোপ করেছে ধনী দেশগুলোর জোট জি৭, তবে দেশটি নানাভাবে তা …