মেসির সঙ্গে তুলনা করা বার্সার তরুণ ফুটবলার গড়তে চান আরও রেকর্ড 

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ক্যাম্প ন্যুতে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন ল্যামিন ইয়ামাল। রেকর্ড গড়া এই ফুটবলারকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তরুণ এই ইয়ামাল গড়তে চান আরও অনেক রেকর্ড। গত পরশু লা-লিগায় ক্যাম্প ন্যুয়ে মুখোমুখি হয়েছে বার্সেলোনা-রিয়াল বেতিস। ম্যাচের ৮৩ মিনিটে গাভিকে বদলি করে নামানো হয় ইয়ামালকে। বদলি নেমেই বার্সেলোনার হয়ে ইতিহাস গড়েছেন তিনি। ১৫ বছর ২৯০ দিন বয়সে খেলতে নেমে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়ার রেকর্ড গড়েন এই ফরোয়ার্ড। এমন আরও অনেক রেকর্ড গড়তে চান ইয়ামাল। বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের এই তরুণ ফুটবলার বলেন, ‘আমি বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। যখন আমি মাঠে নেমেছিলাম, ক্যাম্প ন্যু দেখে অভিভূত হয়েছিলাম। ধীরে ধীরে স্নায়ুচাপ কাটিয়ে ফেলেছি, যতটা সম্ভব সাবলীল থাকার চেষ্টা করেছি। এই রেকর্ড গড়তে পেরে আমি বেশ খুশি। তবে আরও রেকর্ড গড়ার আশা করছি আমি। প্রথম পাস থেকেই জাভি আমাকে আত্মবিশ্বাসী হতে বললেন এবং আমি সবসময়ই তা করেছি। ম্যাচ শেষে সতীর্থরা আমাকে অভিনন্দন জানিয়েছে।’ প্রথম ম্যাচে অল্প সময় খেললেও ইয়ামালের খেলায় মুগ্ধ হয়েছেন জাভি। স্পেনের তরুণ এই ফুটবলার প্রসঙ্গে বার্সা কোচ বলেন, ‘তাকে বলছিলাম কিছু করার চেষ্টা কর এবং সেটাই সে করেছে। মাত্র ১৫ বছর বয়সে খেলেছে, একবার ভাবুন…। ল্যামিনেকে ১৫ বছর মনে হচ্ছে না মোটেও। সে খুবই পরিপক্ক। সে ভালোই অনুশীলন করছে। আক্রমণভাগে তার কিছু পাস সত্যিই ভালো ছিল।’ awesome)

Check Also

গাজীপুর সিটি নির্বাচন: লাঙলের প্রার্থীর ইশতেহার ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশনকে একটি পরিকল্পিত নগর হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করে ইশতেহার ঘোষণা করেছেন সিটি …