ইভিএমে প্রার্থী ও ভোটারদের আস্থা আছে: সিইসি

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ইসি বলেন- নির্বাচনের ভালো-মন্দ প্রিসাইডিং কর্মকর্তার ওপর নির্ভর করে। কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‌‘ইভিএমের ওপর প্রার্থী ও ভোটারদের আস্থা আছে। জাতীয় নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে।

সুতরাং রাজনৈতিক দলগুলোকেই নির্বাচনি পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। নির্বাচন কমিশন তাদের সহযোগিতা করবে।’
সোমবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে, সিইসি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সিইসি বলেন, ‘ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই, বরং ইভিএম দিয়ে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। এই নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক থাকবে।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচনের ভালো-মন্দ প্রিসাইডিংয়ের ওপর নির্ভর করে। কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন হবে। ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন।

Check Also

আন্দোলন জমাতেই আগুনের কৌশল কিনা খতিয়ে দেখতে হবে: কাদের

আন্দোলন জমানোর জন্য বিএনপি আগুন দেয়ার কৌশল বেছে নিলো কি না তা খতিয়ে দেখতে হবে …

42 comments

  1. প্রার্থী কি আপনি? আর ভোটার কি ম্যাডাম?
    তাহলে অসুবিধা নেই

  2. আমার নাই।

  3. Hodi. HASINAR. Kota. An. Char. Madar Sud

  4. দেশের জণগণ ইবি এম চাইনা। আর এইদিকে আপনি ইবি এম কিনার জন্য চট পট করতেছেন কেনো

  5. ইভিএম এর ডিজিটাল চুরিতে শুধু ডিজিটাল চোরদেরই আস্থা আছে!!! অশিক্ষিত সাধারণ মানুষের কোনও আস্থা নেই, এটাই বাস্তবতা।

  6. Tore koice….

  7. চরিত্রহীন লম্পট ভোট ডাকাতদের আস্তা থাকতে পারে, নীতিবান ভালো মানুষের আস্তা নেই ।

  8. Who said so , who said you?

  9. কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না ওদের মত মূর্খ জাহিল কিভাবে নির্বাচন কমিশন হয়

  10. দালালদের জারা তাদের

  11. দালাল

  12. Mufti Mofassir Hossain

    100% নাই

  13. নাই

  14. নেই

  15. শুধু আওয়ামীলীগ এর আছে। ভালো মানুষের নাই।

  16. আয়ুজুবিল্লাহি মিনাশ শাইত নির রজিম।

  17. M Sumon Islam Sumon

    চোরের মিশিন ইভিএম এখন সারা বিশ্ব জানে

  18. মনে আপনারই বেশি।

  19. ইভিএম এর ডিজিটাল চুরিতে শুধু ডিজিটাল চোরদেরই আস্থা আছে!!! অশিক্ষিত সাধারণ মানুষের কোনও আস্থা নেই, এটাই বাস্তবতা।

  20. মিথ্যা কথা

  21. আমাদের আস্থা নেই।

  22. ইভিএমে ভোটারদের বিন্দুমাত্র আস্থা নেই

  23. চুরির মেশিনে চেরদেরি আস্থা থাকে।আর কারো নয়।

  24. ভোট চোর দের দালাল এই আউয়াল কমিসন

  25. দালালের বাচ্চা

  26. চোরে চোরে মাস্তুুতো ভাই।

  27. আপনারমতদালালদের আস্থা আছে জনগণের আস্থা নাই

  28. Abu Taher Mohammed Ayub

    শুধু ওনার এবং সরকারের আস্হা আছে, কোনো ভোটারের আস্হা নাই।

  29. ইভিএম কোন আস্তা নেই ভোট চুরির মেশিন

  30. NO and No you are dalal

  31. রাব্বী হোসেন রাহী

    কোন ভোটারদের আস্ত আছে । যারা রাতের ভোটার তাদের ।

  32. ই ভি এম এ যে আস্থা আছে তা আপনি কিভাবে বুঝলেন? আপনার এই বক্তব্যের জন্য দেওয়া কমেন্ট গুলো দয়া করে একটু পড়ে দেখেন এবং আপনাদের বিবেক যদি থাকে কাজে লাগান।

  33. আমার আস্থা নেই।

  34. তাই? জানতে পেরে খুশি হলাম।

  35. ইভিএমে বাটন টিপে ভোট দেওয়ার মত অভিজ্ঞতা বাংলাদেশ এখনো অর্জন করতে পারেনি।

  36. আমি তো একজন ভোটার,আমার তো আস্হা নাই,আপনি কি করে বলতে পারলেন ভোটারদের আস্হা আছে,বিচারটা আল্লাহকে দিলাম

  37. আওয়ামী লীগের কথা বলছে, ইভিএম কে বিশ্বাস করি না, এটা একটা ভোট চুরি করার বাক্স।

  38. ইভিএম -এ আমার আস্হা নাই কারন এটা বিতর্কিত। আমি আগের প্রচলিত পদ্ধতিতে ভোট চাই।

  39. মিথ্যা,কথা,কত,বলবা,লজ্জা, থাকা,উচিৎ

  40. আমার আস্থা নেই

  41. আমার জানামতে কে কারো নেই

  42. আপনার উপর আস্থা আছে কীনা সেটা আগে যাচাই করুন তারপর ই ভি এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *