ছাত্রদল নেতা মুক্তা হ'ত্যা মামলার সব আসামিকে খালাস

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন মুক্তা হ'ত্যা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস, এম, নূরুল ইসলাম এ রায় দেন। খালাস পাওয়া আসামিরা হলেন, পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার মো. সালাউদ্দিন ওরফে সালো, লক্ষাকাঠী এলাকার মো. রসূল, ঝাটকাঠী এলাকার মো. রাজ্জাক শেখ এবং বাজুকাঠী এলাকার সিপন। রায় ঘোষণার সময় মুক্তার পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তবে আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. নুরুল ইসলাম সরদার শাহজাহান।

মেজবাহ উদ্দিন মুক্তা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার বাসিন্দা।

এ নিয়ে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. জহুরুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৪ জানুয়ারি সরকারি সোহরাওয়ার্দী কলেজের তৎকালীন ভিপি মেজবাহ উদ্দিন মুক্তাকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় মেজবাদ উদ্দিন মুক্তার বাবা মীর আবদুর রব বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। পরে ২০০৭ সালের ২৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মেজবাহ উদ্দিন মুক্তা মারা যান।

এপিপি মো. জহুরুল ইসলাম আরও জানান, মামলার অভিযোগ তদন্ত করে পিরোজপুর সদর থানার এস আই আবুল বাসার ২০০৭ সালের ৩১ আগস্ট ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। পরে বিচারক ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্তদের খালাস দেন।

Check Also

আন্দোলন জমাতেই আগুনের কৌশল কিনা খতিয়ে দেখতে হবে: কাদের

আন্দোলন জমানোর জন্য বিএনপি আগুন দেয়ার কৌশল বেছে নিলো কি না তা খতিয়ে দেখতে হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *