BPL 2023 লাইভ দেখুন এই লিংকে rtnbd.net/live
ইসরায়েলের একজন রাজনীতিকের সঙ্গে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের ছবি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। এ ছবি ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।
বর্তমানে বিদেশে অবস্থানরত ডাকসুর সাবেক ভিপি মঙ্গলবার (৩ জানুয়ারি) এ বিষয়ে চ্যানেল 24 অনলাইনেকে ওই ছবিটি ‘সুপার এডিট’ বলে মন্তব্য করেছেন। নুর অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সাইবার সেল থেকে সেন্টার ফর রিসার্স (সিআরআই) আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাইবার টিমের দায়িত্বে থাকা তন্ময় ও নিঝুম মজুমদার নামে দুজন ব্যক্তি এ ছবি এডিট বা ফটোশপ করে গুজব ছড়াচ্ছে।
তবে ওই ছবিটি এডিটেড নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাইবার টিমের দায়িত্বে থাকা তন্ময় আহমেদ। মঙ্গলবার (৩ জানুয়ারি) তন্ময় আহমেদ তার ফেসবুক ভেরিফায়েড পেজে এ দাবি করে একটি স্ট্যাটাস দেন।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নুরেুর ছবিটির ব্যাপারে বিভিন্ন দিক তুলে ধরেন।
তন্ময় আহমেদ দেয়া স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হল-
প্রসঙ্গত, পবিত্র ওমরাহ পালনের কথা বলে গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে দেশ ছাড়েন নুরুল হক নুর। তবে আরও কয়েকটি দেশ ঘুরে তিনি সৌদি আরবে পৌঁছান বলে জানা গেছে।
সত্যযদি তাইহয় নুরকেএদেশথেকে বহিস্কারকরাউচিত।
Chop modir poot .malaun er baccha
বর্তমান যুগে সুন্দর এডিট করা সম্ভব।এটা এডিট।যদি সত্যি হয় তাহলে ভিডিও প্রকাশ করে মানুষকে দেখান।
নতুন নাটক বিড়িও দেখান ভারতের জখন মুসলিম মারে তখন এই লোকেরা কোই ছিলো
নূর একা নয় নিঝুম মজুমদারের গোপন বৈঠক হয়েছে!
নূর একা নয় ভাইরাল সিদ্দিক ও করলেন গোপন বৈঠক!