প্রতীক পেয়ে হিরো আলম বললেন, ‘কেউ হামলা করলে পাল্টা জবাব দেবো’

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়া মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এবার বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে লড়ছেন। ইতিমধ্যে তাকে নির্বাচনের জন্য প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছে। এই দুই আসনের উপনির্বাচনের জন্য তিনি ‘একতারা’ প্রতীক পেয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম তার হাতে প্রতীক তুলে দেন। অপরদিকে, রিটার্নিং কর্মকর্তা এই দুই আসনের উপনির্বাচনে ১৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি সিংহ প্রতীক চেয়েছিলাম। প্রতীকটি অন্য দলের নিবন্ধিত। আমি অভিনয় জগতের মানুষ; অভিনয় ও গান নিয়ে কাজ কড়ই। তাই একতারা প্রতীক বেছে নিয়েছি। এ প্রতীকে আমি সন্তুষ্ট।’

তিনি বলেন, ‘গত নির্বাচনে বগুড়া-৪ আসনের একটি কেন্দ্রে আমার ওপর হামলা চালানো হয়েছিল। পরে ভোট বর্জন করেছিলাম। এবার এমন ঘটনা যাতে না ঘটে সেটি নির্বাচন কমিশনকে বলবো।’

প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা দাবি করে বলেন, ‘ভোটাররা যেন ভোট দিতে আসতে পারেন। বুধবার বিকালে পোস্টার ও লিফলেট ছাপানো নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছি। বৃহস্পতিবার সকাল থেকে দুই আসনেই প্রচারণা শুরু করবো। এবারের প্রচারণায় বড় চমক থাকবে। আমি সুষ্ঠু নির্বাচনের বিষয়ে পুরোপুরি আশাবাদী।’

আলোচিত এই ব্যক্তি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আমার লোকজন কম ছিল। এবার আমার জনপ্রিয়তা ও কর্মী-সমর্থক বেশি। তাই কেউ হামলার চেষ্টা করলে পাল্টা হামলা করা হবে।’
উল্লেখ্য, বগুড়ার দুই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। কিন্তু এক শতাংশ ভোটার সমর্থন নিয়ে গড়মিল হওয়ায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করলেও তা বহাল থাকে। এই নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। মঙ্গলবার হাইকোর্ট দুটি আসনেই তার প্রার্থিতা ফিরিয়ে দেন।

এদিকে, নির্বাচন কমিশন ও হাইকোর্টের আদেশে কয়েকজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বুধবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন।

বগুড়া-৪ আসনে সাত প্রার্থী হলেন- জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল), জাকের পার্টির আবদুর রশিদ সরদার (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মন্ডল (ডাব), জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল (লাঙল) ও স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল), স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমান (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (একতারা)।

বগুড়া-৬ আসনের ৯ প্রার্থী হলেন- জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক (গোলাপ ফুল), গণফ্রন্টের আফজাল হোসেন (মাছ), জাসদের ইমদাদুল হক ইমদাদ (মশাল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বট গাছ), জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর (লাঙল), আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু
(নৌকা), স্বতন্ত্র প্রার্থী মাছুদার রহমান হেলাল (আপেল) ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (একতারা)।

Check Also

আন্দোলন জমাতেই আগুনের কৌশল কিনা খতিয়ে দেখতে হবে: কাদের

আন্দোলন জমানোর জন্য বিএনপি আগুন দেয়ার কৌশল বেছে নিলো কি না তা খতিয়ে দেখতে হবে …

20 comments

  1. Correct khoka🤗😄

  2. Congratulations boss

  3. Ojoggo lok khomotay astece kiamoter alamot

  4. খেলা হবে…..

  5. একজন কমেডিয়ানের সাংসদ হওয়ার সপ্ন কতো টুকু সাফল্য আশা করা যায় ? জীবনে চাইনিজ গান ছারা কোনও গান গায়ছে বলে মনে পরছে না সব শেষে বলবো এইটা ইউপির নয় এইটা সাংসদের

  6. গু তে কেউ ঢিল ছোঁড়েনা ।

  7. বর্তমান সংসদে হিরো আলম কে খুবই দরকার,

  8. বর্তমান সংসদে হিরো আলম কে খুবই দরকার,

  9. দেশে এখন পাগলদের জয় জয়কার!

  10. দেশে এখন পাগলদের জয় জয়কার!

  11. এক পাগল দুই পাগল তিন পাগলের মেলা সারা বাংলায় চলছে এখন পাগলের খেলা

  12. এক পাগল দুই পাগল তিন পাগলের মেলা সারা বাংলায় চলছে এখন পাগলের খেলা

  13. হিরো আলমের মতো অনেকেই আছে, সংসদে।

  14. হিরো আলমের মতো অনেকেই আছে, সংসদে।

  15. সস্তায় জনপ্রিয়তা পাবার দেশ তাই যে যা করতে চাছেছ তাই করছে এতএব রাস্তার গায়েন যদি হতে পারে এমপি তাহলে হিরোআলম পারতে দোষ কোথায়

  16. একে জীবন্ত যাদু ঘরে রাখা, এখন শুধু সময়ের দাবি।
    সে যখন এম পি পদে নির্বাচিত হবে, তখন UNO এবং DC স্যার মহোদয় তাকে, স্যার (সম্বোধন) বলে ডাকতে হবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখন অনেক এগিয়ে।
    এখন তো মুভি বানানো দাবিঃ
    এম পি পদে,মুভির নাম – মনোনয়ন পত্র তুমি কার??

  17. একে জীবন্ত যাদু ঘরে রাখা, এখন শুধু সময়ের দাবি।
    সে যখন এম পি পদে নির্বাচিত হবে, তখন UNO এবং DC স্যার মহোদয় তাকে, স্যার (সম্বোধন) বলে ডাকতে হবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখন অনেক এগিয়ে।
    এখন তো মুভি বানানো দাবিঃ
    এম পি পদে,মুভির নাম – মনোনয়ন পত্র তুমি কার??

  18. ঠিক বলেছে হিরো আলম

  19. ঠিক বলেছে হিরো আলম

  20. বর্তমান এ হিরো আলমের মত নেতা সংসদে দরকার আছে ,কারোন সংসদে এখন ওর মত লোক ই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *