‘বিএনপির কোমর ভেঙে গেছে, তাই এখন হাঁটার কর্মসূচি দিয়েছে’

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে গিয়ে বিএনপির কোমর ভেঙে গেছে। তাই তারা এখন হাঁটার কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগামী এক বছর পড়েই জাতীয় নির্বাচন সেটাও ভোটার উপস্থিতি কম হবার কারণ।

ব্রাক্ষণবাড়িয়ায় আব্দুস সাত্তারকে বিএনপি ধরে রাখতে পারে নাই সেটা তাদের ব্যর্থতা। গতকালের নির্বাচন ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে অনেক ভাল আর সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেন হাসান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের পথেই হাঁটবে এটাই প্রত্যাশা। আগামী নির্বাচনে জয়ের সম্ভাবনা দেখছে না বলেই তারা মানুষকে নির্বাচন বিমুখ করছে।

Check Also

আন্দোলন জমাতেই আগুনের কৌশল কিনা খতিয়ে দেখতে হবে: কাদের

আন্দোলন জমানোর জন্য বিএনপি আগুন দেয়ার কৌশল বেছে নিলো কি না তা খতিয়ে দেখতে হবে …

7 comments

  1. ওরা তো হাটতে পারছে কিন্তু তুমি তো বসে আছো তাহলে কোমরটা কার ভাংছে???

  2. Kumor bunga munash hatea parea na ki. Ki jea bole.

  3. সালা জোকার একবার পুলিশ ছারা রাস্তায় বের হয়ে দেখ কি অবস্থা হয়।

  4. মুন্সী মোঃ সিরাজুল ইসলাম

    🤫

  5. এ কি কয় এ নিজে বুজেনি?

  6. Mohammed Gias Bhuiyan

    বোতল হাসান

  7. কোমর ভাংগলে হাটে কিভাবে!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *