Breaking News

হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কর্মকর্তাকে সিইসির ফোন

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে মুঠোফোনে বগুড়া জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানকে এ নির্দেশ দেন তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। বললেন, নন্দীগ্রাম উপজেলার সবগুলো কেন্দ্রের ফল পুর্নমূল্যায়ন করে ইতোমধ্যে ইসিকে জানিয়ে দেয়া হয়েছে। সেখানে কোনো ভুলত্রুটি ছিল না। শতভাগ সঠিকভাবে গণনা করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বগুড়া-৪ আসনের উপনির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান হিরো আলম। নির্বাচনের ফলাফল পাল্টানোর অভিযোগ তুলে গতকাল রাত সাড়ে ১০টায় বগুড়ার এরুলিয়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণের পর মোট ৪৯টি কেন্দ্রের মধ্যে ১ থেকে ৩৯টি কেন্দ্রের ফলাফল কেন্দ্রভিত্তিক ঘোষণা করা হয়। পরে বিরতি দেয়া হয়। কিছু সময় পর ১০ কেন্দ্রের ফল কেন্দ্রভিত্তিক ঘোষণা না করেই জাসদের প্রার্থী রেজাউল করিম তানসেনকে হঠাৎ বিজয়ী ঘোষণা করা হয়। এ নির্বাচনে ভোটচুরি নয়, ফলাফল চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Check Also

‘বিএনপির একটি অংশ হাসিনার অধীনে নির্বাচনে আসবে’

আগামী নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের …

6 comments

  1. ,,যতই খোতাখুতি করুক,রেজাল্ট সেই বার বার হিরো আলম কে ফেইল দেখাবে😊
    সরকারের পক্ষের লোকজনের কাছে সবই সম্ভব”
    বগুড়া জেলার পুরো লোকও যদি হিরো আলম কে ভোট দেয়”
    তবুও ফলাফল এর জায়গায় দেখাবে,ক্ষমতাসীন আওয়ামীলীগ এর কোনো প্রার্থীর জয় হয়েছে” 🙂

  2. Md Amdadul Md Amdadul

    ওকে তাই করা হোক

  3. বাটপারি করার আর জায়গা পাচ্ছেন না নাকি?ফলাফল ঘোষণার পর কি খতিয়ে দেখবে?খতিয়ে দেখার পর কি পাওয়া যাবে জানেন আস্ত একটা ঘোড়ার ডিম।

  4. হিরো আলমকে হারিয়ে দিয়েছে সুকৌশলে

  5. চকচক করলে যে সোনা হয় না এ কথাটা 100% সত্য এই চোর নির্বাচন কমিশনারের চেয়ারের দিকে তাকাইলে বুঝতে পারবেন সবাই

  6. জনোতার এমপি হিরো আলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *