বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে rtnbd.net/live
নির্বাচন নিয়ে কোনো ষড়যত্র মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর এ নির্বাচন হতে দেবেন না, এমনটা হলে খবর আছে।’
রোববার (২৬ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আন্দোলন নিয়ে সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন। ‘আপনাদের পল্টন থেকে গোলাপবাগে যাওয়া ভুয়া, গরুর হাটের আন্দোলন ভুয়া, ২৭, ১২, ১০ দফা সবই ভুয়া।’তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো সম্ভব নয়। ৭৫ আর ২০২৩ সাল এক নয়।’
বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সংকটে আছেন। আপনাদের দিয়ে কোনো আন্দোলন হবে না। আপনাদের দলও ভাঙবো না, জোটও ভাঙবো না, তবু তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। আপনাদের জোট টিকবে না, টিকতে পারেও না।’
ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আগামীতে বিএনপি নির্বাচনে না গেলে আইসিইউতে যাবে। তাদের আন্দোলনের গতি কমছে আর অভিযোগের পাহাড় বাড়ছে।’
খবর যে কার হবে সেটা কাউয়া কাদের ঠিকই বুঝেন শুধুই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
কি দরকার নিবাচন! শুধু শুধু টাকা খরচ মাননীয় মন্ত্রী মহদয় ডিক্লার দিয়ে দিলে হয় যে আমরা নিবাচিত, তাহলে দেশের অনেক অনেক টাকা সাশ্রয় হবে।
ভোট চোর
দেশের জনগনের কোটি কোটি টাকা খরচ করে ঐ প্রহসনের নির্বাচন করা লাগবেনা । এমনিতেই করের বোঝা, দ্রব্যমূল্যের উর্ধগতির বোঝা আমরা জনগন বইতে পারছিনা।
নির্বাচন
সে তো একটা চুরির কারখানা
সিলেকশনে হইলে ইলেকশনের কিদরকার?