Breaking News

মহিলা লীগ নেত্রীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরীন বেগমের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। ‘মুক্তিযোদ্ধা নন’ প্রমাণিত হওয়ায় তার সনদটি বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরীন বেগমের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। ‘মুক্তিযোদ্ধা নন’ প্রমাণিত হওয়ায় তার সনদটি বাতিল করা হয়।

এ বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ রেহান উদ্দিনের সই করা গেজেট প্রকাশ করা হয়। প্রায় এক মাস আগে গেজেট প্রকাশ হলেও খবরটি সামনে আসে গতকাল বৃহস্পতিবার রাতে। সনদ বাতিল হওয়ার আগে শিরীন বেগমের মুক্তিযোদ্ধা গেজেট নম্বর ছিল ১৯৩১।

অধ্যাপক শিরিন বেগম নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ছিলেন। বতর্মানে নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বামী সামসুল ইসলাম ভুঁইয়া সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ওই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নুরুল হুদা বলেন, বিষয়টা আমরাও জানি না। গণমাধ্যমে সংবাদ দেখে জানতে পেরেছি। এই বিষয়ে কোনো কাগজপত্র এখনও হাতে পাইনি।

Check Also

‘বিএনপির একটি অংশ হাসিনার অধীনে নির্বাচনে আসবে’

আগামী নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *