হটাৎ সারা দেশের নিরাপত্তা জোরদার করার নির্দেশ

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের বাকি আছে আর মাত্র ৮ মাস। আর এই কারনে এখন থেকেই সারা দেশে নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা আর আশংকা। আর এই কারণে এবার এ নিয়ে একটি বিশেষ ঘোষণা দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কঠোর নির্দেশনা রয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি আয়োজিত ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

রাজধানী ঢাকার সিদ্দিক বাজার ভবনে বিস্ফোরণের ঘটনা নিয়ে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী নাশকতার কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, বাণিজ্যিক ভবনে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ভবনগুলোতে কীভাবে গ্যাস জমেছে তা গভীরভাবে তদন্ত করছে।

বক্তব্য শেষে সংগঠনের ৭৫ বর্ষপূর্তির স্মৃতি স্মারক বইয়ের মোরক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সংগঠনের পক্ষ থেকে তার হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি, অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়াসহ সদস্যরা।

প্রসঙ্গত, এ দিকে নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সারা দেশে শুরু হয়েছে গেছে বেশ আলোচন। বিশেষ করে জাতীয় নির্বাচনে যে সব দল অংশগ্রহণ করবে সে সব দলগুলো ইতিমধ্যে শুরু করেছে দল গোছাতে। যার ফলে সারা দেশে প্রতিদিনই হচ্ছে বিভিন্ন সভা সমাবেশ। আর এই কারণেই মূলত দেশের নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে সরকারের তরফ থেকে।

Check Also

সুলতানা কামাল, রামেন্দু মজুমদারসহ ২৫ জন এখনি জামায়াত নিষিদ্ধ চান

স্বাধীনতার ৫২ বছর পরও পাকপ্রেমী মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী এখনো এই দেশের ঘৃণিত জামায়াত ও পাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *