আওয়ামী লীগ ফের ক্ষমতায় না এলে পিঠের চামড়া থাকবে না’

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারলে বাংলাদেশের অস্তিত্ব আর থাকবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের পিঠের চামড়াও থাকবে না।সামনে নির্বাচন। তাই সবাইকে সচেতন থাকতে হবে।দলের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

শুক্রবার (১৭ মার্চ) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালথা-নগরকান্দা উপজেলার আলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে লাবু চৌধুরী বলেন, আমি বেশিরভাগ সময় নগরকান্দা ও সালথায় থাকি। আপনারা আমাকে ভোট দিয়েছিলেন বলে আমি এমপি হয়েছি। তাই আপনাদের সেবা করতে পারছি। আমরা ক্ষমতায় আছি বলে, বিরোধী দল আছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। অন্য কোনোভাবে নয়।

এমপি আরও বলেন, আপনারা সবাই প্রস্তুত থাকবেন। সামনের নির্বাচন নিরপেক্ষ হবে। আর সেই নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে এ এলাকার মানুষদের চকের (মাঠের) মধ্যে থাকতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি। তবে কেউ শান্তি বিনষ্ট করে লাঠি দিয়ে একবার আঘাত করলে আমরা পাঁচবার আঘাত করব।

ফরিদপুর-২ আসনের মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার নির্বাচনী আসনে কাইজ্জাকে (ঝগড়া-বিবাদ) কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। কাইজ্জার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমি সাজেদা চৌধুরীর ছেলে, আমি এ এলাকায় কাইজ্জা করতে আসিনি। রাজনীতি করতে এসেছি, মানুষের সেবা করতে এসেছি।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে লাবু চৌধুরী বলেন, শেখ মুজিবুর শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। জাতির পিতার কন্যা গত ১৪ বছরে এদেশের জন্য কি না করেছেন তা আপনারা জানেন। বঙ্গবন্ধু হ'ত্যার পর দেশে কি হয়েছিল তাও আপনারা জানেন। দেশের উন্নয়নে ও মানুষের ভাগ্য পরিবর্তনে দিনরাত কাজ করে গেছেন বঙ্গবন্ধু।

সালথা উপজেলা আ.লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম প্রমূখ।

এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া।

Check Also

আন্দোলন জমাতেই আগুনের কৌশল কিনা খতিয়ে দেখতে হবে: কাদের

আন্দোলন জমানোর জন্য বিএনপি আগুন দেয়ার কৌশল বেছে নিলো কি না তা খতিয়ে দেখতে হবে …

17 comments

  1. কেন? পাপ বেশি হইছে?

  2. সত্যি কথা বলছেন

  3. Md Anwarul Islam Saidy

    সত্যি কথা বলেছেন

  4. Shazzadul Hassan Mithu

    এডা আবার কেমন কথা।

  5. অবশ্যই! কারণ জনগণ ভোট চুরির এবং ক্ষমতার অপব্যবহারের হিসাব নিবে পই পই করে!

  6. দেশটা তোমাদের লিখে দেওয়া হয়েছে

  7. জনগণ আপনাদের চায়না

  8. উন্নয়নের নামে ভাঁওতাবাজি করলে পিঠের চামড়া নয় জীবটাই জয়বাংলা হয়ে যাবে

  9. সুকর্মের ফলাফল বুঝিতে পেরেছে 🤣

  10. মানুষ কত অপকর্ম করলে নিজেকে অপরাধী মনে করে এমন কথা উচ্চারন করে?

  11. আওয়ামী গুড়া লিগ দল তোরা এর আগে গুডামি কেনো করলি মনে চিলোনা হারামজাদা

  12. পিঠের চামড়ার সাথে পাচার কাপড়ও থাকবে না।

  13. Dalme kus kalahay

  14. M Sumon Islam Sumon

    কি আর হবে ১৫ বছরের আমল নামা হাতে পেয়ে যাবেন।

  15. সবাই তো হেইটা কয়

  16. Gias Uddin Gias Uddin

    এবার বুঝ সোনা বন্ধু কি নির্যাতন করছ তোমরা অবৈধভাবে সরকার গঠন করে

  17. আপনাকে ধন্যবাদ জুলুম করেছেন সত্য বুঝতে পেরেছেন জুলুমের ফল কি হতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *