ধ'র্ষণ মামলায় সাবেক এমপি আরজুকে অব্যাহতি

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

বাদীকে ৫০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করে সংসার শুরু করায় পাবনার সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুকে ধ'র্ষণের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম সামছুন্নাহার বুধবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আসগর স্বপন।

এর আগে ১৩ মার্চ একই আদালত বাদীকে বিয়ের শর্তে আসামিকে জামিন দেন। বুধবার মামলার অভিযোগ গঠনের শুনানির দিনে আইনজীবী কাজী নজিব উল্ল্যাহ হিরু জানান, আদালতের শর্ত অনুযায়ী আসামি বাদীকে বিয়ে করেছেন এবং এখন সংসার করছেন। তাই এখন আসামিকে অব্যাহতি দিলে বাদীর কোনো আপত্তি নেই। এরপর আদালত বাদীর বক্তব্য জানতে চান। তিনিও একমত প্রকাশ করলে আসামিকে অব্যাহতি দেন আদালত।

গত বছরের ২২ এপ্রিল শিক্ষানবিশ এক আইনজীবী মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের আদেশ দেন। পরে ঢাকা মহানগর উত্তর পিবিআই পরিদর্শক সাব্বির মোহাম্মদ সেলিম ৫ জানুয়ারি অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দেন। এর পর ১৬ জানুয়ারি একই আদালত প্রতিবেদন আমলে নিয়ে আরজুর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। গত ২২ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করে জামিন চাইলে আবেদন নামঞ্জুর করে আরজুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বিয়ের শর্তে তাঁকে জামিন দেন বিচারক।

Check Also

আন্দোলন জমাতেই আগুনের কৌশল কিনা খতিয়ে দেখতে হবে: কাদের

আন্দোলন জমানোর জন্য বিএনপি আগুন দেয়ার কৌশল বেছে নিলো কি না তা খতিয়ে দেখতে হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *