কন্যাসন্তান জন্ম দিলেই বাবা-মা পাবেন পুলিশের উপহার

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

‘কন্যাসন্তান সমাজের বোঝা নয়, আর্শীবাদ। কন্যা সন্তান আল্লাহ তা’আলার শ্রেষ্ঠ পুরস্কার।’ টাঙ্গাইলের সদর উপজেলার কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোশারফ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন। এবং নবজাতক কন্যা সন্তানের বাবা-মাকে উপহারের ঘোষণা দেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে দেওয়া ওই স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকে পুলিশের কাছে ফোন করে ও ফেসবুক ইনবক্সে ম্যাসেজ করে বিষয়টির বিস্তারিত জানতে চান। এরপর বুধবার (৬ জানুয়ারি) প্রথমদিনে চারটি কন্যা সন্তানের বাবা-মা ওই পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে উপহার নেন।

গত বুধবার বিকেলে মোশারফ হোসেনের অফিসে ঢুকতেই চোখে পড়ে উপহার ঘোষণার ফেস্টুন। এমন উদ্যোগ নিয়েছেন কেন- জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি চাকরি সূত্রে চরাঞ্চল ও গ্রাম পর্যায়ে ঘুরেছি। ওইসব এলাকায় কন্যা সন্তান জন্ম হওয়ায় মায়েদের নানা বিড়ম্বনায় পড়তে দেখেছি। বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। সেই খারাপ লাগা থেকে এই উদ্যোগ নিয়েছি। কাগমারী পুলিশ ফাঁড়ির এলাকায় নবজাতক কন্যাসন্তানের সকল মাকে পুরস্কৃত করা হবে।’

পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি ফেসবুকে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়ে উপহারের ঘোষণা দেই। অনেকে ফোন দিচ্ছেন। সচেতন মহল সাধুবাদও জানাচ্ছেন। প্রথম দিনেই চারটি কন্যা সন্তানের বাবা-মাকে সামান্য উপহার দিয়েছি। এটা অব্যাহত থাকবে।’

Check Also

বিএনপি বাজারের বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর শেরে বাংলা নগর থানার পাশে বিএনপি বাজারের বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *