লাশ গ্রহণ করেননি পিতা, দাফন করলেন সহপাঠীরা!

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ঢাকা বিজ্ঞান কলেজের মেধাবী ছাত্র সাঈদের লাশ তার পিতা গ্রহণ না করায় সহপাঠীদের সহযোগিতায় বাড্ডা কবরস্থানে দাফন করা হয়েছে।

কক্সবাজারের চকরিয়া থানা ও কমলাপুর থানা পুলিশের সহায়তায় সহপাঠীরা তার লাশ গ্রহণ করে শুক্রবার বাদ মাগরিব বিজ্ঞান কলেজ মাঠে জানাজার পর রাতেই বাড্ডা কবরস্থানে দাফন করা হয়।

ধর্মান্তরিত হওয়ায় কৈশোরে ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন সাঈদ আবদুল্লাহ (২২)। তবে হাল ছাড়েননি তিনি। কক্সবাজারের চকরিয়া গ্রামার স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হয়েছিলেন। ছাত্র পড়িয়ে সেই টাকা দিয়ে পড়াশোনা চালিয়ে যেতেন। এইচএসসি পরীক্ষা দিয়ে অপেক্ষায় ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু ট্রেনে কাটা পড়ে অবসান হলো তার জীবন সংগ্রামের।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকার তেজগাঁওয়ে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় তার। রেলওয়ে থানা (ঢাকা-জিআরপি) জানায়, সাঈদ মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে সাঈদ ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে জিআরপি থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

পশ্চিম কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সইফুল হক যুগান্তরকে বলেন, সাঈদ আবদুল্লাহর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হেতালিয়া পাড়ায়। তার নাম জুয়েল শীল পিতা বিধু কুমার শীল। সে দশম শ্রেণিতে পড়ার সময় ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে। বিষয়টি জানতে পেরে পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তার সঙ্গে সম্পর্কছেদ করে। সাঈদ এসএসসি পাস করে ঢাকায় গিয়ে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়।

তিনি জানান, সাঈদের মৃত্যুর খবর শুনে তার বাবা মাকে লাশ গ্রহণের জন্য অনুরোধ করতে এলাকাবাসীর পক্ষে আমরা গিয়েছিলাম ওর বাবা তার লাশ গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দেন।

এদিকে সাঈদ আবদুল্লাহর সহপাঠী ও বন্ধু আবদুল্লাহ নোমান বলেন, সাঈদ অনেক কষ্ট করে চলত। কিন্তু কারো কাছে কিছু খুলে বলত না। পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন করলেও সাঈদ তার মায়ের সঙ্গে গোপনে দেখা করত। আমাকে সে বলেছিল, এইচএসসির রেজাল্ট দিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই বাড়িতে গিয়ে গোপনে মায়ের সঙ্গে আবার দেখা করবে। তার সে আশা আর পূরণ হলো না।

সাঈদের স্মৃতিচারণা করে আবদুল্লাহ বলেন, সুযোগ পেলেই তারা দুজনে একসঙ্গে বসে গল্প করতেন। কলেজ চলাকালে সাঈদ আর তিনি এক টেবিলে খেতেন। সাঈদ অত্যন্ত ভদ্র ও মেধাবী ছিলেন। ফুটবলও ভালো খেলতেন। সাঈদের লাশ গ্রহণ নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় পরে চকরিয়া থানা ও কমলাপুর থানা পুলিশের সহায়তায় সহপাঠীরা তার লাশ গ্রহণ করে শুক্রবার বাদে মাগরিব বিজ্ঞান কলেজ মাঠে জানাজা পড়ে, রাতেই বাড্ডা কবরস্থানে তার দাফন কার্য সম্পাদন করা হয়েছে বলে জানান আবদুল্লাহ।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী যুগান্তরকে বলেন, সাঈদের পিতা বিধু কুমার শীল ছেলের লাশ গ্রহণ করবেন না বলে লিখিত দিয়েছেন। বিষয়টি তেজগাঁও থানাকে অবগত করা হয়েছে।

তেজগাঁও থানার ওসি অপুর্ব হাসান যুগান্তরকে বলেন, সাঈদের লাশ তার বাবা গ্রহণ করবেন না মর্মে চকরিয়া থানার মাধ্যমে নিশ্চিত হয়ে ঢাকা বিজ্ঞান কলেজের সহপাঠীদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

বিএনপি বাজারের বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর শেরে বাংলা নগর থানার পাশে বিএনপি বাজারের বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার …

34 comments

  1. ফিআমানিল্লাহ

  2. আলহামদুলিল্লাহ্ সে তো জান্নাতী ।

  3. মহান আল্লাহ ভাই কে জান্নাত দান করুক আমিন

  4. এই ভাইটির কি অপরাধ ছিল,,

  5. ইনশাআল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের সর্ব উচ্চ মাকাম দান করবে।আমিন

  6. ইনশাআল্লাহ আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন। আমিন

  7. ইনশাআল্লাহ ভাইয়ের জান্নাত সুনিশ্চিত, আমিন

  8. নাছরিন জাহান সুবর্ণা

    মহান আল্লাহ আপনাকে জান্নাত দান করুক

  9. আমিন

  10. হে আল্লাহ এই ভাই কে কবুল করুন আমিন

  11. আব্দুল মান্নান

    লাশ গ্রহন না করলেও কোনো আফসোস নাই,,,,। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক

  12. আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের নসিব করেন
    আর তার সহপাঠী দের নেক হায়াত দান করেন

  13. আল্লাহ তায়ালা তাকে জান্নাত দান করুন আমিন

  14. ওমর ফারুক

    আমিন

  15. এই ঘটনাটি আমাদের এখানে ঘটেছে আল্লাহ ভাইটাকে জান্নাত নসিব করুক

  16. আল্লাহ পাক ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন ।

  17. উনাকে মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুন

  18. আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌসের নসিব করেন।

  19. হে আল্লাহ তুমি তাকে তোমার জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও।আমিন

  20. আল্লাপাক উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।

  21. Amin

  22. Masudul Haque Masud

    মহান আল্লাহ পাক যেনো মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌসের সব থেকে সুন্দর একটা জায়গায় স্থান দান করেন, আমিন

  23. আল্লাহ তায়ালাই ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন

  24. Mozahedur Rahman Khokon

    আল্লাহ উনাকে জান্নাতে ফেরদৌস দান করুন।

  25. আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চতম মাকাম দান করুন

  26. Thik krse baba grohon krbe kno j kaj krse chele ter sasti paise

  27. ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

  28. Dipok Chandra Shill

    আর মা-বাবার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং এসব কুলাঙ্গার সন্তানদের স্বীকৃতি না দেওয়ায় সবচেয়ে বড় ভালো

  29. আমিন

  30. Sheikh Salim Sheikh

    May Allah bless you sleep with peace in grave

  31. জান্নাতুল ফেরদৌসের সর্বচ্চ স্থানে পৌঁছায়ে দাও আল্লাহ

  32. খুবই মর্মাহত ও শোকাহত হয়েছি। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।

  33. মহান আল্লাহ ভাইকে জান্নাত বাসী করুন, আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *