গভীর রাতে ছাত্রলীগ নেতাকে পিটুনি

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

হলে ওঠা নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে সানজিদ চৌধুরী তন্ময় নামের এক ছাত্রলীগ নেতাকে মারধর করার অভিযোগ ‍উঠেছে।

গতকাল রোববার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে এ ঘটনা ঘটে। তন্ময় বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি।

এ বিষয়ে তন্ময় বলেন, ‘গতরাতে আমি শাহপরাণ হলের ৪২৫ নম্বর কক্ষে উঠি। পরে ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমানের নির্দেশে তার গ্রুপের কর্মীরা এসে আমাকে নানা প্রশ্ন করতে থাকে। তারা আমাকে রুম থেকে বের হয়ে যেতে বললে আমি অস্বীকৃতি জানাই। তখন সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন আমাকে মারধর করে হলের গেস্ট রুমে এনে বেঁধে রাখে। ‍সুত্র: দৈনিক আমাদের সময়।

অভিযোগের বিষয়ে সাজ্জাদ হোসেন বলেন, ‘ছোটখাটো কিছু বিষয় নিয়ে তার সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা তাকে মারধর করিনি। সে আমাদের কাছের ছোট ভাই। আমরা চাই সে ভুল থেকে বেরিয়ে এসে পড়াশোনা করুক। লিগ্যাল প্রসেডিওর মেনে হলে উঠুক। আমাদের কোনো সমস্যা নেই।

ছাত্রলীগ নেতা সজিবুর রহমান বলেন, ‘সে কারো জন্য সেফ না। তাকে হলে রাখা রিস্ক। সে মানসিকভাবে সুস্থ না। সে গতকাল রাতে হলে আসলে আমরা তাকে আটকে রাখি। পরে তাকে মেসে পাঠিয়ে দেওয়া হয়।

শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা তাৎক্ষণিক হলে যায়। পরে বিষয়টি সমাধান করে ওই ছেলেকে মেসে পাঠিয়ে দিয়েছি। ’

Check Also

বিএনপি বাজারের বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর শেরে বাংলা নগর থানার পাশে বিএনপি বাজারের বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার …

2 comments

  1. M Sumon Islam Sumon

    আলহামদুলিল্লাহ্

  2. ঐ এলাকায় আর কোনো আওমিলীগ ছিলো না তাদেরকে ও দরকার ছিলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *