আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যানার-ফেস্টুন কেড়ে নিল ছাত্রলীগ

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের আন্দোলনে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেস ও বাংলার মুখ গ্রুপের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার চারুকলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে শিক্ষার্থীরা। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। তাই তাদের বাধা দেওয়া হয়েছে।

আজ সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধনের মধ্য দিয়ে ১০০তম দিনের আন্দোলন শুরু করেন চারুকলার সাধারণ শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দিতে থাকেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেস ও বাংলার মুখ গ্রুপের নেতাকর্মীরা তাদের আন্দোলন বন্ধ করতে বলেন।

দীর্ঘ সময় বাকবিতণ্ডার পর তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে আন্দোলনকারীদের ধাক্কা দিয়ে শহীদ মিনার থেকে উঠিয়ে দেয়।

এ সময় কয়েকজন উঠতে না চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের মারধর করেন। সাংবাদিকরা এই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে ছাত্রলীগ কর্মীরা তাদেরও হুমকি দেন।

চারুকলার ইনস্টিটিউটের শিক্ষার্থী পায়েল দে বলেন, আমরা এখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ করে তারা আমাদের ব্যানার ফেস্টুন কেড়ে নেয়। মেয়েদেরও তারা ধাক্কা দিয়ে উঠিয়ে দেয়।

আরেক শিক্ষার্থী সাফিয়া শরীফ বলেন, এই বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষার্থীর অধিকারে আন্দোলন করতে এসেছি। ১০০তম দিনের আন্দোলনে তারা হঠাৎ হামলা করেছে। তাদের ধাক্কাধাক্কিতে একজন জ্ঞান হারিয়ে ফেলেছে।

চবি ছাত্রলীগের সাবেক সদস্য শৈবাল ইসলাম আন্দোলনকারীদের ওপর হামলার নেতৃত্ব দেন। তবে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

ছাত্রলীগের অন্য সদস্যরা জানান, ক্যাম্পাসে সংস্কারের কাজ শুরু হয়েছে। তবুও চারুকলার শিক্ষার্থীদের আন্দোলন করা ঠিক নয়। এজন্য ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দিয়েছে।

Check Also

ধরে নিল কেন, ডাকলে তো নিজেই যেত: শামসের মা

সাংবাদিক শামসুজ্জামান শামসকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেওয়ার খবর শুনে উৎকণ্ঠিত তার মা করিমন নেসা।ছেলেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *