‘মুরগি’ বলায় রাজধানীর ২ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

‘মুরগি’ বলায় রাজধানীর সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরের দিকে ২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এ ঘটনায় উভয় কলেজের ৯ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘২ কলেজের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সিটি কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি আইডিয়াল কলেজের ফটকে গিয়ে ‘তোরা মুরগি, সাহস থাকলে বের হ’ বলে চিৎকার করেন। এরপরই ২ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।’

তিনি আরও বলেন, ‘আটক ৯ শিক্ষার্থীর কলেজ শিক্ষক ও অভিভাবকদের ধানমন্ডি থানায় ডাকা হয়েছে।’

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শহীদুল্লাহ বলেন, ‘আজ সিটি কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি আইডিয়াল কলেজের ফটকে গেলে সেখানে ছোটখাটো বাদানুবাদ হয়। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত।’

Check Also

ধরে নিল কেন, ডাকলে তো নিজেই যেত: শামসের মা

সাংবাদিক শামসুজ্জামান শামসকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেওয়ার খবর শুনে উৎকণ্ঠিত তার মা করিমন নেসা।ছেলেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *