Breaking News

প্রেম বিরোধী স্লোগানে প্রকম্পিত মুক্তমঞ্চ

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর লেকসিটি মুক্তমঞ্চে ঘুরতে আসা শতশত তরুণ-তরুণী ও দম্পতিদের সারাদিন ভালো যাচ্ছিল।

হঠাৎ বিকেল সাড়ে ৫টার দিকে একদল তরুণ-যুবক এসে পূঁজিবাদী প্রেমের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করলে ঘুরতে আসা তরুণ-তরুণী ও দম্পতিদের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাংলাদেশ সিঙ্গেল কল্যাণ সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ মিছিল থেকে তারা স্লোগান দেয় ‘একটা একটা ডাবল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর’, ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না’, ‘প্রেমের সুষম বণ্টন চাই’, ‘পুঁজিবাদী প্রেম চলবে না, চলবে না’ ইত্যাদি স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিলটি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন ওয়াচ-টাওয়ার এলাকা থেকে শুরু হয় নরসুন্দা লেক সিটি পাড়ের মুক্তমঞ্চে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে বক্তারা বলেন, অনেকে চার-পাঁচটা প্রেম করে ঘুরে বেড়াচ্ছে অথচ বিশ্ব ভালোবাসা দিবসে আমরা বঞ্চিত রয়ে গেছি। আর আমরা একটাও পাচ্ছি না। আমরা প্রেমের এমন বণ্টন চাই না। আমার প্রেম বিরোধী না, সুষম বণ্টন চাই। ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে সকল ভণ্ডামি চলে আমরা তার বিরুদ্ধে। তার প্রতিবাদ করছি। একজন চার-পাঁচটা প্রেম করে, আমরা সেটার প্রতিবাদ জানাই।

বিক্ষোভ মিছিলে- বাংলাদেশ সিঙ্গেল কল্যাণ সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা শরীফ আহাম্মেদ, জেলা শাখার সভাপতি নাজমুল হাসান রিয়াদ, সহসভাপতি মো. আতাহার আলী, সাধারণ সম্পাদক খালেদ বিন জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

রমজানে কুরআন শেখাবে ছাত্রলীগ

পবিত্র রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষার আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *