এবার ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

আলোচিত সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। দুর্নীতির মাধ্যমে গোলাপ বিদেশে একাধিক বাড়ি করেছেন বলে যে অভিযোগ তুলেছেন সুমন, সেই প্রেক্ষিতে এই মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা করা হয়েছে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন আব্দুস সোবহান গোলাপ। তিনি বলেন, এক সপ্তাহ আগে আমি ব্যারিস্টার সুমনকে নোটিশ পাঠাই। তারপর আজ (বৃহস্পতিবার) তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছি।

এই বিষয় কথা বলার জন্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়া (গোলাপ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন। বিষয়টি নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেননি। এই তথ্য অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বা ওসিসিআরপি তাদের ওয়েবসাইটে করা একটি প্রতিবেদনে উল্লেখ করে।

ওসিসিআরপির বিষয়টি উল্লেখ করে ২৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ জমা দেন ব্যারিস্টার সুমন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং অন্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। তিনি ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় এ তথ্য গোপন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

ব্যারিস্টার সুমন অভিযোগ জমা দেওয়া শেষে সাংবাদিকদের আরও বলেন, মাদারীপুরের সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ, যার বিষয়ে আমি একটা ভিডিও করেছি। ‘অরগানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের একটি প্রজেক্ট। যেখানে বলা হয়েছে, আব্দুস সোবহান গোলাপ নিউইয়র্কে নয়টা প্রপার্টিজ করেছেন, যেগুলো তার নিজের নামে আছে এবং এখন পর্যন্ত তিনি বিষয়টি অস্বীকার করেননি।

সুমন বলেন, এমপি গোলাপ শপথ নেওয়ার সাত মাস পর আমেরিকান সিটিজেনশিপ ত্যাগ করেছেন। অথচ আমাদের কনস্টিটিউশনে (সংবিধানে) আছে, আপনার যদি বিদেশি নাগরিকত্ব থাকে, তাহলে কোনোভাবেই সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। এই বিষয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছিল। নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে, বিষয়টি দুদক দেখবে।

Check Also

বিএনপি বাজারের বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর শেরে বাংলা নগর থানার পাশে বিএনপি বাজারের বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার …

21 comments

  1. আমি আমার মতো

    ঠিক আছে এ বার

  2. গুড

  3. চোরের মার ভরো গলা

  4. Shamsun Nahar Shelly

    খুবি টেনশনে পরে গেলাম। আমাদের দেশের জজ-ব্যারিষ্টারদের এইরকম অবস্থা হলে বাকিদের কি অবস্থা হবে, তা আর বলার অপেক্ষাই রাখে না।

  5. অয়তো তথা কথিত আইনজীবী গোপালি ও হাসুবু এর চামচা ভারতের দালাল,,, 🤔🤔🤔🤔

  6. অনেক দিন পর চোর ধরা পড়েছে

  7. Sayeed Mahbub Dulal

    অনেক দিনে চুর সালারে ধরছেন

  8. বাঘে বাঘে লড়াই হলে দেখতে মজা লাগে, আপনারা বিনোদন দিতে থাকেন, আমরা একটু বিনোদিত হওয়ার চেষ্টা করি,

  9. সুমন কন্ফার্ম হয়েই বলেছে। এবং তার তো উকিল বারিস্টার লাগবেনা। হয়ত আরো অনেক কিছু বের হয়ে আসবে।

  10. এই50 কোটি টাকা ব্যাপার না।
    13 টা গরু আছে তার 😁😁😂😂

  11. এইটা,আবারকোনটা,পাগলনা,কি

  12. Very very good

  13. DUI Jon e khub valo Manus !

    Ferestar Moto valo !

  14. চোরের মায়ের বড় গলা

  15. লে হালুয়া।

  16. গোলাপীর মানসম্মানের মূল্য ৫০০ কোটি টাকা…..???

  17. আজাহারুল ইসলাম

    পা চাটা গোলাম উপরের কারো পা চাটলে এসব মামলা খারিজ হয়ে যাবে

  18. অপরাধি জেগে উঠেছে রাস্ট প্রধানের ঈঙ্গিতে 😢 কেমন দেশের নাগরিক আমরা চোরের মার বড় গলা ।

  19. আলহামদুলিল্লাহ

  20. আরও কয়টা বাড়ি কেনা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *