আশ্রয়ণের চুরি হওয়া রড চেয়ারম্যানের বাড়িতে

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্প থেকে চুরি হওয়া রড পাওয়া গেল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুখলিছ মিয়ার বাড়িতে। এ অভিযোগে চেয়ারম্যান ও তার ছেলেসহ তিনজনের নামে মামলা হয়েছে।

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী শাওন হাসনাত রোববার রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান মো. মুখলেছ মিয়া, তার ছেলে তানজীম মিয়া ও হৃদয় মিয়াকে।

মামলায় অভিযোগ করা হয়েছে, শনিবার রাতে নূরপুর ইউনিয়নের নির্মাণাধীন সুরাবই আশ্রয়ণ প্রকল্প থেকে ৮৫ কেজি রড চুরি হয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রোববার সন্ধ্যায় চুরি হওয়া রড সাবেক চেয়ারম্যান মুখলেছ মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল বলেন, আশ্রয়ণ প্রকল্পের চুরি হওয়া রডগুলো আসামিরা বিক্রির জন্য একটি দোকানে নিয়ে যায়। ওই দোকানদার ওই রডগুলো না কিনে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে রড উদ্ধার করে নিয়ে আসে।

ওসি জানান, সাবেক চেয়ারম্যান মুখলেছ মিয়া, তার ছেলে তানজীম ও হৃদয়কে গ্রেফতার করতে অভিযান চলছে।

Check Also

ধরে নিল কেন, ডাকলে তো নিজেই যেত: শামসের মা

সাংবাদিক শামসুজ্জামান শামসকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেওয়ার খবর শুনে উৎকণ্ঠিত তার মা করিমন নেসা।ছেলেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *