ইকবালের এনআইডিতে তাহমিনার ছবি!

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ভোলার লালমোহন উপজেলায় এক তরুণের (ইকবাল) জাতীয় পরিচয়পত্রে তাহমিনা নামক এক নারীর ছবি ও স্বাক্ষর এসেছে। এ নিয়ে বিড়ম্বনা পোহাতে হচ্ছে ইকবালকে। জাতীয় পরিচয় পত্রে এমন ভুলে হতবাক ইকবাল ও তার পরিবার। এই নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমেও ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়েছে। ইকবাল উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ গ্রামের ভবানী বাড়ির মফিজ মিয়ার ছেলে।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী মো. ইকবাল বলেন, তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের বাসের চালকের সহকারী কাজের জন্য আবেদন করেন। তখন এনআইডি কার্ডের প্রয়োজন হয়। অনলাইন থেকে এই কার্ড ডাউনলোড করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন তিনি। কারণ, এটি দিয়ে কাজ তো হচ্ছেই না, উল্টো এখন দুর্ভোগে পড়েছেনা ইকবাল আরও জানান, বয়স অনুযায়ী ২০২২ সালে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পেতে নিবন্ধন করেন তিনি। গত শুক্রবার জরুরি প্রয়োজনে পৌরসভার একটি কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রের একটি কপি ডাউনলোড করলে দেখতে পান এনআইডি কার্ডে তাঁর ছবির বদলে এক অপরিচিত নারীর ছবি।

লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজী জানান, ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, ভুল মানুষের হতে পারে। ওই ব্যক্তি যোগাযোগ করলে বিষয়টি ঠিক করে দেওয়া হবে।

Check Also

বিএনপি বাজারের বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর শেরে বাংলা নগর থানার পাশে বিএনপি বাজারের বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার …

39 comments

  1. Digital Bangladesh

  2. এইটা শুধু আমাদের বাংলা দেশ সম্ভব

  3. ইচ্ছে করে এই সব করে “এই সব না করলে তাদের ইনকাম নাই

  4. মোঃ সুজন ইসলাম

    অটোপাশ কম্পিউটার ম্যান না হয়, টাকা দিয়ে চাকরি নিছে মন যা চায় তাই করবে। কারকি যায় আসে।

  5. এসমাট বাংলাদেশের নমুনা

  6. ডিজিটাল হয়েছি

  7. স্মার্ট বাংলাদেশ

  8. সাড়ে হাজারের ডিজিটাল।

  9. ইকবালের এনআইডি তে মিসেস ইকবালের ছবি

  10. خديجة بيجام

    সরকারি চাকরি বলে কথা, ইকটু পেচ না লাগলে অফিসার মানুষ চিনবে কেমনে 😎

  11. তাকেই বলে ডিজিটাল বাংলাদেশ

  12. Digital Bangladesh

  13. ল্যান্ড স্পেশালিষ্ট বিল্লাল

  14. সাস্মার্ট বাংলাদেশর ফল পেতে যাচ্ছে জনগণ

  15. সাস্মার্ট বাংলাদেশর ফল পেতে যাচ্ছে জনগণ

  16. ঘাতক ভাষা আর বাংলা ভাষা মিলে ইংরেজির কাম সাইরা দিছে।

  17. এই ভুলের জন্য দোষী ব্যক্তি কে আইনের আওতায় করা হোক এবং দূরত্ব ওই ব্যক্তিকে সঠিক এনআইডি কার্ড প্রদান করা হোক।

  18. Md Feroz Islam Feroz

    আমার NIDতেও ভুল, আমার নাম ফিরোজ কিন্তু ইংরেজিতে লিখেছ রিরোজ।🤔🤔🤔🤔🤔🤔

  19. কর্তৃপক্ষের নামে মামলা করেন। পরবর্তী এই রকম ভুল আর হবে না।

  20. এইটা ঠিক করতে গেলে ইকবাল বুঝবে এই দেশে জন্ম নিয়ে কতটা ভুল করেছে,কারো দোষ খুজেও পাবেনা,কিন্তু ওর কর্ম সারা

  21. বাংলা ভাষার মাস অনেক বাংলা গালি শুনে ছি এবং চর্চা করেছি অনেক দিন হল চর্চা করি নাই তাই ভুলে গেছি মন চায় আবার চর্চা করি যারা এমন ভুল করে কিন্তু ছেড়ে দিতে হয় সাধারণ মানুষকে

  22. hm H M Ekbal HasanHM Ekbal Hasan

  23. ইস্মাট বাংলাদেশ 🤣

  24. কাজী শাহরিয়ার শাওন

    এখানে ইকবাল কে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে

    • কাজী শাহরিয়ার শাওন মানি না, মানবো না এই ষড়যন্ত্র।

  25. কয়ডা ঠিক করবো..গজবতো তার আইডির কাডের উরপে পড়ছে দেহা যায়..

  26. Shikkito der dayitto dily amoni hoy

  27. Imtiaz Ahammad Iqbal পাগলা এটা মোটেও ভাল বিষয় না

  28. মেনে নিতে শিখু'ন

  29. এটি ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে সম্ভব হলে

  30. Iqbal Hossain 😆😆

  31. চাচাতো ভাই ইকবাল হাহাহা

  32. Rita Devsharma 🤣🤣🤣 তোমরা এতো দুস্ট কেন???

    • Fahmida Ferdous 🤣🤣🤣। নাহলে আপনারা মজা পাবেন কীভাবে? আর দোষই বা দিবেন কীভাবে?

  33. হায় হায়

  34. Haste haste ami ses

  35. Rakib Khan Faysal Khan আমার এইরকম আইবো মনে হয় , Id কার্ড এ আব্বুর নাম পিক এর নিচে আমার নাম 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *