বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে rtnbd.net/live
বাংলা একাডেমির টাস্কফোর্স কমিটি ববি হাজ্জাজের প্রেসিডেন্টের লুঙ্গি নাই’ নামক বইটি একুশে বইমেলায় নিষিদ্ধ করেছে। এটি প্রকাশ করেছে গতিধারা প্রকাশনী।
ববি হাজ্জাজ জাতীয় পার্টির চেয়ারম্যান এই এম এরশাদের সাবেক উপদেষ্টা ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
এ ব্যাপারে কমিটির সভাপতি অসীম কুমার দে বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির পদবিকে কটাক্ষ করে বইটির শিরোনাম করা হয়েছে। বইটির নামই আপত্তিকর।
তিনি বলেন, বইমেলার নীতিমালায় বলা আছে-কাউকে কটাক্ষ করে কোনো বই প্রকাশ করা যাবে না। কিন্তু বইটির শুরুতেই কটাক্ষ করা হয়েছে।
গতিধারার নির্বাহী পরিচালক আহমেদ কাওসার বলেন, বইমেলা কমিটি থেকে মৌখিকেভাবে আমাদেরকে বলেছে বইটি বিক্রি বা প্রদর্শন না করতে। আমরা আর বিক্রি করছি না।
😁😁😁
Right.
যেটাই নিষিদ্ধ সেটাই প্রসিদ্ধ।
লেখার জবাব লেখা দিয়েই করা উচিত। তা না হলে শতশত তথাকথিত লেখক, পোগতিশীল বুদ্ধিজীবি পাইলা লাভ কি?
ও,,বুচ্ছি প্রেসিডেন্ট হামিদের লুঙ্গি খুইল্যা দিছে,,,, 😃😃😃😃
Md Monayem Khan
মনে হয় এরশাদ কাকুরে নিয়ে লিখছিল
Asadullah Al Mahmud হোতেই পারে,,,,,
Good book
প্রেসিডেন্টের বি চি নাই।
Which country of?
May be he has Jins or Trousers.
আমি মনে করি ববি হাজ্জাজ সাহেব ভালো কাজেই করেছে
Keno?
লেখার স্বাধীনতা মানে লেখনিতে অন্যের সন্মান হানি নয় ।