বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে rtnbd.net/live
রমজানে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আতঙ্কে ভোক্তারা। উদ্বিগ্ন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতিও। একই উপলব্ধি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকেরও। তবে, পণ্যের সংকট থাকবে না বলে আশ্বস্ত করেন তিনি। জানান, দোকানিরা দাম বেশি নিলে এবার সংশ্লিষ্ট বাজার কমিটিই বিলুপ্ত করে দেয়া হবে।
আগের বছরগুলোর তিক্ত অভিজ্ঞতায়, রমজানে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়টি ভোক্তাদের কাছে আতঙ্কের।এ বাস্তবতায় আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে রাজধানীর টিসিবি অডিটরিয়ামে ডাকা হয় মতবিনিময় সভা। আলোচনায় এবার দাম না বাড়ানোর আশ্বাস মিললো দোকান মালিকদের কাছ থেকে।
ক্যাব সভাপতির মতে, বাজার মনিটরিংয়ের সাথে অভিযান চালাতে হবে পণ্যের উৎস পর্যায়ে। ভোক্তা-অধিকারের ডিজি এ এইচ এম সফিকুজ্জামান বলছেন, ইচ্ছা মতো দাম বাড়াতে দেয়া হবে না দোকানিদের। পণ্যমূল্য নিয়ে ব্যবসায়ীদের ব্লেম গেম বন্ধের আহ্বান জানান, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন এজেন্সি একযোগে কাজ করবে বলেও জানানো হয় সভায়।