বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে rtnbd.net/live
রাজধানীর শ্যামপুর মডেল থানার সিন্দুক থেকে ১৪ লাখ টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. রাব্বি হাসান ও মো. আরিফুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।
গত ২৬ ফেব্রুয়ারি থানার সিন্দুক থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এর দুদিন পর ২৮ ফেব্রুয়ারি শ্যামপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নূরনবী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে শ্যামপুর মডেল থানার একটি সিন্দুক থেকে ১৪ লাখ ২৩ হাজার ৮০০ টাকা চুরি হয়। এ ঘটনায় ওইদিনই শ্যামপুর মডেল থানায় চুরির মামলা করা হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।
সহকারী পুলিশ কমিশনার বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর শ্যামপুর মডেল থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ১২ লাখ টাকাসহ রাব্বি ও আরিফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য। চুরি যাওয়া বাকি টাকা উদ্ধার ও অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তাদের শ্যামপুর মডেল থানার চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সাব্বাশ।
রাজ্জাক ভাই যখন ছিল, তখন এই থানা অনেক ভালো চলছিল।।।।।এরা নিজেদের নিরাপত্তাই দিতে পারে না, তারা কিভাবে জনগণের নিরাপত্তা দিবে??
যেখানে থানা থেকে টাকা চুরি হয় সেখানে পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা কি ভাবে দিবে
Al Amin dekhen age tk ke niche pore nirapotta
Al Amin পুলিশ চুরি করছে
সুন্দর খবর
পুলিসেই তো চোর
এটা কিসের টাকা তদন্ত করা হউক।
Akhter Hossain Rari – যেই টাকা ই হোক থানার নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে সেই পুলিশ জনগণের বেতন দিয় না রেখে সাধারণ মানুষ দিয়ে নিরাপত্তা দিন । অন্তত জনগনের অর্থ অপচয় হবে না ।
চুরি করা টাকা চুরি হয়ে গেছে তাতে সমস্যা কি
ছিনতাই করা টাকা চুরি হয়ে গেছে তাতে সমস্যা কি?🤣🤣
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
পুলিশ চুরি করেছে
রোজাকে সামনে রেখে অগ্রিম কামাই হতে গাড়ে।
চোরের উপর বাটপারি।
তাহলে থানার লোক গেছে ডাকাতি করতে আর সুবিধাবাদী লোক করেছে সিন্দুক চুরি,,,,,, 😃😃😃😃😃😃
থানায় টাকা কেন
এত টাকা থানাই কেমনে গেল
এতো টাকা জমার উৎস কোথায়
তদন্ত করা হওক
চোর তো বাহির থেকে আসে নাই,পুলিশ চুরি করেছে।
ঘরের চোর চুরি করলে রক্ষা কখনই হয়না 🤣
বহুত ইন্টারেস্টিং ব্যাপার টা।
আজকে কিছু লিখতে পারবোনা, শুধু কমেন্ট পরবো , লিখলে ওদের গায়ে লাগবে।
আমার মনে হয় অজ্ঞ্যান পার্টি চান্স নিছে । পুলিশ আর চোর তারা চোর পুলিশ খেলছে । A to Z Terminate করা হোক শক্ত না হইলে দেশ রক্ষা করা যাবে না ।
কপাল ভালো থানা টা এখনও অখ্যত আছে চুরি হয়ে যায় নাই।
যে পথের টাকা সে পথেই চলে গেল আর কি
চোরতো থানার মধ্যেই 🤪