৬ মাসেই হাফেজ ৯ বছরের মোহাম্মদ

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

মাত্র ছয় মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে নয় বছরের এক শিশু।শিশুটির নাম মোহাম্মদ। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে। বাবার নাম মাওলানা আনওয়ার হোসেন।

কুষ্টিয়া সদরের জামিয়া ইসলামিয়া আইলচারা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ। এই বিভাগ থেকেই এখানকার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের কাছে সে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে।

মঙ্গলবার মোহাম্মদের বাবা ও জামিয়া ইসলামিয়া আইলচারা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আনওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, মোহাম্মদ খুব শান্ত মেজাজের। প্রতিদিন ১০ পৃষ্ঠা করে মুখস্থ শোনাত। তার অসাধারণ মেধাকে যেন সুন্দরভাবে কাজে লাগায় সেজন্য আমি তাকে বলেছিলাম- তুমি ছয় মাসে হাফেজ হলে তোমাকে ওমরাহ করাব। ও সেটা পেরেছে। আলহামদুলিল্লাহ।

কবে তাকে ওমরাহ করাবেন- এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদের বাবা বললেন, ‘ইনশাআল্লাহ খুব শিগগিরই।’মোহাম্মদের শিক্ষকদের ‘উপহার’ও দেবেন বলে জানালেন তারা বাবা মাওলানা আনওয়ার হুসাইন।

জামিয়া ইসলামিয়া আইলচারা মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল হামিদসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক মোহাম্মদের সফলতা কামনা করে সবার দোয়া চেয়েছেন।

Check Also

ধরে নিল কেন, ডাকলে তো নিজেই যেত: শামসের মা

সাংবাদিক শামসুজ্জামান শামসকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেওয়ার খবর শুনে উৎকণ্ঠিত তার মা করিমন নেসা।ছেলেকে …

23 comments

  1. মাশাআল্লাহ

  2. মাশাআল্লাহ

  3. মাশাআল্লাহ

  4. মাশাআল্লাহ

  5. MasaAllah MasaAllah MasaAllah

  6. মাশাআল্লাহ

  7. Mohammad Azadul Haque

    মাশাআল্লাহ

  8. Shakil Mohammad Shariar

    মাশাআল্লাহ্

  9. Alhamdulillah

  10. MASSAHALLAH

  11. Mashallah

  12. মাশাআল্লাহ

  13. Mashaallah

  14. মাশাআল্লাহ

  15. Ucep MD Sayed Hossain

    মাশাআল্লাহ

  16. মাশাআল্লাহ

  17. মাশাআল্লাহ

  18. আমিন

  19. মাশা,আললাহ

  20. 💖💖💖💖

  21. Selina Yesmin Shelly

    মাশাআল্লাহ

  22. মাশাআল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *