বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে rtnbd.net/live
৪২ বছর বয়সে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের মোসাম্মত শাহিদা ২০২২ সালের ২২ জুন মারা যান। তার স্বামী হাবিব মল্লিক এখনও জীবিত। অথচ শাহিদা বেঁচে থাকাকালিন তার স্বামীকে মৃত দেখিয়ে আড়াই বছর বিধবা ভাতা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের ভাতিজার বিরুদ্ধে। এমনকি শাহিদা মারা যাওয়ার পরও ৬ মাস তার নামে বিধবা ভাতা তুলে আত্মসাত করা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন মৃত শাহিদার ছেলে শাওন মল্লিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, দক্ষিণ নলুয়া গ্রামের মোসাম্মত শাহিদার স্বামীকে মৃত দেখিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাতিজা রাহাদ খান তার (শাহিদা) নামে বিধবা ভাতা উত্তোলন করে আত্মসাত করে। ২০২২ সালের ২২ জুন শাহিদা মারা যাওয়ার আগে আড়াই বছর এবং মারা যাওয়ার পরও ৬ মাস বিধবা ভাতা (বই নম্বর ৫০) উত্তোলন করে আত্মসাত করেন রাহাদ। বিষয়টি জানাজানি হওয়ায় শাহিদার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। এ ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানানো হয় আবেদনে।
খোঁজ নিয়ে জানা যায়, নলুয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম খানের ভাতিজা রাহাদ খান শাহিদার স্বামীকে মৃত দেখিয়ে তার (শাহিদা) নামে বিধবা ভাতা নিজের মোবাইল নম্বরে এনে উত্তোলন করেন।
শাহিদার নামে বিধবা ভাতা উত্তোলনের কথা স্বীকার করে রাহাদ খান বলেন, শাহিদার ভাই শওকতের পরামর্শে তার নামে বিধবা ভাতার কার্ড করা হয়। এ পর্যন্ত যে ভাতা উত্তোলন করা হয়েছে তা ৩ বারে শাহিদার ভাই শওকত তার (রাহাদ) কাছ থেকে নিয়ে গেছে। অন্যের বিধবা ভাতা কেনো তার মুঠোঠোনে আসবে সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি রাহাদ।
নলুয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও বাকেরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ইলিয়াস হোসেন জানান, শাহিদার স্বামীকে মৃত দেখিয়ে শাহিদার নামে বিধবা ভাতা উত্তোলনের বিষয়টি জানার পর গত ৫ মাস আগে ওই কার্ডের ভাতা বন্ধ করে দেয়া হয়েছে।
প্রতি ৩ মাস পর একটি বিধবা ভাতা কার্ডে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বলে জানান সমাজসেবার ট্যাগ অফিসার ইলিয়াস হোসেন।
ভুয়া বিধবা ভাতার বিষয়টি জানার পর ওই কার্ডটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নলুয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম খান। তবে ভাতিজার মুঠেফোনে বিধবা ভাতা প্রদানের বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি তিনি।
ভুয়া ভাতা উত্তোলন করে আত্মসাতের প্রতিকার এবং অভিযুক্তদের বিচার চেয়ে গত ১১ জানুয়ারী শাহিদার ছেলে শাওন মল্লিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করেন। ওই আবেদনের বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরল চন্দ্র শীলের সরকারি মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও ফোন সিরিভ করেননি তিনি।
ভিরি গুড
আরে ভাই এমন অনেক আছে তালাসি করলে সবচেয়ে বালো হবে
আমিন
চোর
জয় বাংলা করে দিছে সোনার বাংলাদেশ
ভাতিজা নাকি ভাতিজি? ভাগ্য ভালো রানিং চেয়ারম্যান এর স্ত্রী বিধবা ভাতা তোলে না।
লে৷ হালুয়া
এগুলা কি পোর্টাল লিখতেও পারেনা হবে -ভাতিজি
নিশ্চয়ই এটা সোনার ছেলেদের কাজ ।
ভারিজার জামাই আছে, না কি ভাতিজী হবে
Ovabe sobab nostu
ভাতিজী 👍
ভাতিজা বিধবা হয় কেমনে??
যেমন খবর তেমন সাংবাদিক
ভাতিজা…!
আমাদের গ্রামেও এমন চোর আছে
বিধাবা ভাতা বলে কথা বাংলাদেশের এমন ভুয়া বিধাবা আছে
ফান্দে পড়িয়া এখন জনগণ কান্দে 😔চাল ৭০ গরুর মাংস ৮০০ খাসি ১১০০ মুরগী ২৬০ শাক সবজি ১০০ থেকে ১৫০ বিদুৎ বিল এই মাস থেকে ৫ % বাড়ানো হয়েছে। অারো কত কিছু অাছে কি অার বলবো উন্নয়ন অার উন্নয়ন বলে শেষ করা যাবে না। পরীক্ষা না দিয়ে তাও অাবার ট্যালেন্টপুরে বৃত্তি বাহ শিক্ষার ও কত উন্নয়ন হয়েছে স্মাট বাংলাদেশের স্মার্ট পদ্ধতি।
Suhed Ahmed Poblu ভাই কৃষকদের উপর এত রাগ কেন আপনার? আলু পিয়াজ টমেটো কপি সহ বেশ কিছু সবজীর উৎপাদন খরচ পাচ্ছেনা। টমেটো ৫ টাকা আলু ১০ টাকা পিয়াজ ২৫ /২৮টাকা,গরিবদের চাল ৫০ টাকা, গরু ৭০০/৭৫০টাকা।
সালমান এফ রহমান খেলে চোখে পড়ে না গরিবরা খেলেই চোখে পড়ে
যে দেশে ছাগলের বাচ্চা হয় সেই দেশে ভাতিজার স্বামী থাকা অস্বাভাবিক না
অতিরিক্ত মেয়াদ উত্তীর্ণ লেবেলের গাঁজা খাইলে আর যা হয়
ভাতিজার আবার স্বামী 🤣🤣
সাংবাদিক কি পড়ালেখা ছাড়া সাংবাদিক হইছিলো নাকি আমার প্রশ্ন 🙄🙄🙄
ভাতিজার আবার স্বামী হয় কিভাবে।😑
এটা সব বিএনপির পরিকল্পিত ঘটনা। সব ফখরুলের
MD Shakil Howladar মোজাহারুল কে চিনেন
Sabiha Misty nice idea
Abdul Ahad aita tw mathy cilo na🌚
Sabiha Misty ho kaje lagais
Abdul Ahad 😌😌
এই টা কি আর নতুন খবর হলো না কী
চেয়ারম্যান কে মেরে তার স্ত্রী কে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক🥹
Vatiza
ভাতিজার জামাই ও ছিল?
চেয়ারম্যান সেবক/ ভাতিজা খাতক ? সব মিলায়ে জনসেবক।
ভাতিজা বলে কথা!!
ভাতিজার আবার সামি হয় কেমনে 🙄🙄🙄
ভাতিজার স্বামী ???
ভাতিজার স্বামী ???
জীবিত মানুষকে কিভাবে মৃত বলে?
vatizar jamai sob pagol
mar guli
ভাতিজা কেমনে বিধবা 🐸🤣
চেয়ারম্যান এর ভাতিজা কি তাহলে হিজড়া??? শাড়ি, পেটিকোট ব্লাউজ পইড়া ঘুইরা বেড়ায়???? 😁😁
আপনারা গঞ্জিকা সেবন করেন বলেই এমন সুন্দর ক্যাপশন দিতে পারেন।
আজ কারোর ভাতিজা নই 😂😂
ভাই বাত দেন বেডি মানুষ😜😜😂😂
সাব্বাস বেটা 😁😁
ওরে বাটপার!
ভাতিজার স্বামী,, 🤣তাও আবার মৃত🤣🤣🤣হুয়াট এ জোক
হালায় কামডা করলো কি 🙄
এটা পুরাতন গল্প,,,
বাহ্ 😎
Ata bangladesh ai somvob,
সাংবাদিক ভাইয়া আসলেই ফুটফুটে সুন্দর