Breaking News

বাসর রাতেই স্ত্রী বিধবা

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

মেহেদী রাঙানো হাত, লাল শাড়ীতে স্বামীর লাশের খাটিয়ার পাশে বাকরুদ্ধ নববধূ ফাতেমা খাতুন। বাসর রাতে স্বামী লিটন আলি তার হাতে সোনার বালা পরানোর সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন আলি মৃত্যুর হয়।

গতকাল শনিবার (১১ মার্চ) বাদ মাগরিব জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়।লিটন আলি (৪৩) চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামের কাঠ ব্যবসায়ী মৃত শুকুর আলির ছেলে। তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

শুক্রবার (১০ মার্চ) ঝিনাইদহ জেলার গান্না ইউনিয়নের কালুহাটি ঘোপপাড়া গ্রামের সোলায়মান হকের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়। এরপর বাসর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

জানা যায়, লিটন আলির প্রথম স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। তার প্রথম সংসারে লামিয়া খাতুন নামে একটি ৯ বছরের মেয়ে রয়েছে। প্রথম স্ত্রী মৃত্যুর আড়াই মাস পরে লিটন আলি গত শুক্রবার ফাতেমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। বাসর রাতে প্রথম স্ত্রীর রেখে যাওয়া সোনার বালাটি দ্বিতীয় স্ত্রীর হাতে পরানোর সময় হঠাৎ করেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে এর কিছুক্ষণ পরই লিটন আলি মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান বলেন, রাত সাড়ে ৯টার পর পরিবারের সদস্যরা লিটন আলিকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিকভাবে ব্রেইন স্টোক মনে হয়েছিল। ইসিজি রিপোর্টের পর দেখা যায় তিনি হার্ট অ্যাটাক করেছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে ঢাকা কিংবা রাজশাহী নেয়ার পরামর্শ দিয়েছিলাম। এর এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন চাঁন বলেন, লিটন আমার ভাতিজা। পরিবারটির ওপর দিয়ে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। মা মরা মেয়েটি তার বাবাকে হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়ল। আবার বাসর রাতেই স্ত্রী বিধবা। খুবই কষ্টদায়ক ঘটনা। নিয়তির ওপরে তো কারো হাত নেই। তবে এমন হৃদয় বিদারক দৃশ্য খুব কম দেখা যায়।

Check Also

রমজানে কুরআন শেখাবে ছাত্রলীগ

পবিত্র রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষার আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *