Breaking News

বিয়ের শর্তে এমপি আরজুর জামিন

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ধ'র্ষণ মামলায় বাদীকে বিয়ের শর্তে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা খন্দকার আজিজুল হক আরজুকে জামিন দিয়েছেন আদালত।
এক আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম সামছুন্নাহার আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

মামলায় আরজুর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিয়ে ও সন্তানের পিতৃত্ব অস্বীকার করার অভিযোগ আনা হয়।জামিনের পর আরজুর আইনজীবী ডি এম সাইফুল ইসলাম জানান, মেয়ের ভরণপোষণের জন্য ৫০ লাখ টাকা ও বিয়ের শর্তে ১০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দিয়েছেন আদালত। আমরা ১০ লাখ টাকা চেকে এবং বাকি ৪০ লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে বাদীকে দিয়েছি।

নিজের নাম-পরিচয় পরিবর্তন করে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে ও প্রতারণার ঘটনায় আরজুর বিরুদ্ধে এ মামলা হয়। গত বছরের ২২ এপ্রিল শিক্ষানবিশ এক আইনজীবীর মাধ্যমে মামলাটি করেন ওই নারী।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগ তদন্তের আদেশ দেন। তদন্তের পর ঢাকা মহানগর উত্তর পিবিআইর পরিদর্শক সাব্বির মোহাম্মদ সেলিম অভিযোগ প্রমাণ হয়েছে মর্মে গত ৫ জানুয়ারি ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন।

গত ১৬ জানুয়ারি একই আদালত পিবিআইর দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে আরজুর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। এরপর ২২ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আরজু। পরে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

Check Also

রমজানে কুরআন শেখাবে ছাত্রলীগ

পবিত্র রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষার আয়োজন …

10,328 comments

  1. লাভই তো হইলো 😏

  2. এই তো দেখি বুড়ো

  3. Vodmasite,,dora. kayse

  4. আলহামদুলিল্লাহ

  5. Hasan Uzzaman
    আপনার বিনাভোটের এমপিসাপ।