বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে rtnbd.net/live
আরাভ খান ওরফে রবিউল ইসলাম যে হ'ত্যা মামলার পলাতক আসামি, সেই বিষয়টি সাকিব আল হাসানকে আগেই জানানো হয়েছিল বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি জানার পরও সাকিবের যাওয়াটা ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে পুলিশ।
জানার পরও হ'ত্যা মামলার এক পলাতক আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়ার বিষয়টি নিয়ে দ্য ডেইলি স্টার কথা বলেছে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা, জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং সুপ্রিমকোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার সঙ্গে।
তারা প্রত্যেকেই মনে করছেন, জানার পরও হ'ত্যা মামলার এক পলাতক আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়াটা সাকিবের ঠিক হয়নি। বিষয়টি সম্পূর্ণ অনৈতিক এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নেওয়ার সুযোগ আছে বলেও অনেকে মনে করছেন।
মোহাম্মদ নুরুল হুদা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রোবায়েত ফেরদৌস ও জ্যোতির্ময় বড়ুয়া। (বাম দিক থেকে)
সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, ‘সামাজিকভাবে যদি বলি তাহলে, সাকিব আল হাসানের দুবাই গিয়ে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করাটা উচিত হয়নি। তবে সাকিবকে তা জানানো হয়েছিল কি না সেটিও দেখার বিষয়। সাকিবকে কি জানানো হয়েছিল যে, আরাভ খান খু'নের মামলার আসামি নাকি অভিযুক্ত সেই বিষয়গুলোও ভাবতে হবে।’
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘জানার পরও জ্ঞাতসারে কেউ চুরির মাল রাখলে চুরির সহযোগী হিসেবে যেমন সমান অপরাধে অভিযুক্ত হবেন, তেমনি সাকিব আল হাসান যদি জানেন যে, আরাভ খান খু'নের মামলার পলাতক আসামি এবং তা জেনেও যদি তিনি গিয়ে থাকেন তাহলে তাকে সেই মামলায় সহযোগী হিসেবে গ্রেপ্তার করা সম্ভব।’
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘সাকিব আল হাসান আমাদের জাতীয় সম্পদ। নিশ্চয় তিনি বিষয়টি সম্পর্কে সম্যক অবহিত হলে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে ভবিষ্যতে সাবধান হবেন।’
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘সাকিব আল হাসান তরুণদের কাছে রোল মডেল। বিষয়টি জানার পরও দুবাই গিয়ে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করাটা অনৈতিক। তিনি এর আগেও এমন অনেক অনৈতিক কাজ করেছেন, যা তার কাছে আশা করা যায় না।’
‘আর সাকিব যদি বলেন যে, তিনি বিষয়টি জানেন না, একজন ব্যবসায়ী তাকে ডেকেছেন তাই তিনি গেছেন, তাহলে সেটি তাকে প্রমাণ করতে হবে। অবশ্যই এখানে সাকিবের দায় আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে,’ যোগ করেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, সাকিব আল হাসানদের আরাভ খানের বিষয়টি অবগত করার পরও তারা ‘আরাভ’ নামের স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন, সেটা দুঃখজনক। তদন্তের স্বার্থে যদি প্রয়োজন মনে করি, তাহলে সাকিব, হিরো আলমদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
রাইট
একজন বিশ্ব বরেণ্য অলরাউন্ডার ক্রিকেটার যদি যাওয়ার আগে গোয়েন্দা সংস্থা রিপোর্ট করে থাকেন যেখানে যাচ্ছে যে ব্যক্তির কাছে যাচ্ছে সে একজন খু'নি এখন বিষয়টি এমন যে তিনি খু'নি অথবা খু'নি নন এই বিষয়টি আদালতে ফায়সালা হবে তবে প্রশ্নবিদ্ধ করে বিতর্কিত ব্যক্তি দাওয়াতে যাওয়া মানে গোয়েন্দা সংস্থার রিপোর্ট শোনার পরেও যাওয়া তার অর্থ হল আমি দেশের আইনকে তোয়াক্কা করি না এমন কর্ম আশা করা যায় না তার জন্য সরকার কর্তৃক ব্যবস্থা নেওয়া অতীব জরুরী, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ শুধু ক্রিকেটার নয় দেশের কোন মন্ত্রী মিনিস্টার ও আইনের উর্ধ্বে নয়।
চোরের মুখে বড় কথা
হেতে আওয়ামি পাচাটা ওকিল।
হেয় মনে হয় পুরাদমে পাগল হইয়া গেছে, মাদারবোর্ড আইনজীবী 🤭🤭🤭
খু'নির সাথে সক্ষতা কেনো ??
বাল ফেলাই দিও সাকিব কে
আরাভ খান খু'নি হলে দেশের আইন আদালত তার বিচার করবে। যদি দোষ প্রমাণ হয় তো আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু আরাভ খানের কোন অনুষ্ঠানে বা তার কাছে যাওয়া যাবে না এটা কোন আইনে আছে?
Tofazzal Hossen আপনাকে গোয়েন্দা সংস্থা রিপোর্ট করার পর আপনি আইনের আওতায় চলে এসেছেন এই কথাটি আইনের ভাষা, আপনি গোয়েন্দা সংস্থার কথা না শুনে বিতর্কিত ব্যক্তির দাওয়াতে যাওয়া মানে আপনাকে আইনের কাছে জবাবদিহি করতে রাষ্ট্র পক্ষ থেকে বাদ্যবাধ্যকতা রয়েছে।
Tofazzal Hossen সহমত
Tofazzal Hossen সহমত
ai lawyer k police ir gum list dea uchit
ছিরতে পারবেনা।
একজন বিশ্ব বরেণ্য অলরাউন্ডার ক্রিকেটার যদি যাওয়ার আগে গোয়েন্দা সংস্থা রিপোর্ট করে থাকেন যেখানে যাচ্ছে যে ব্যক্তির কাছে যাচ্ছে সে একজন খু'নি এখন বিষয়টি এমন যে তিনি খু'নি অথবা খু'নি নন এই বিষয়টি আদালতে ফায়সালা হবে তবে প্রশ্নবিদ্ধ করে বিতর্কিত ব্যক্তি দাওয়াতে যাওয়া মানে গোয়েন্দা সংস্থার রিপোর্ট শোনার পরেও যাওয়া তার অর্থ হল আমি দেশের আইনকে তোয়াক্কা করি না এমন কর্ম আশা করা যায় না তার জন্য সরকার কর্তৃক ব্যবস্থা নেওয়া অতীব জরুরী, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ শুধু ক্রিকেটার নয় দেশের কোন মন্ত্রী মিনিস্টার ও আইনের উর্ধ্বে নয়।
Sojon Khan এ সব কথা গল্পের মত। বাস্তবতা অনেক কঠিন অবস্থায়।
Sojon Khan কথাগুলোতে বাস্তবতা আছে।
Sojon Khan ato din koy silo polis sakib post deyer pore keno jante pare je se khoni?????
কন্ট্রাক করা (প্রেমিকা)বউকে হত্যা করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তানভীরের যেমন কিচ্ছু হয়নি সামান্য ভুলের জন্য সাকিবের ও কিচ্ছু হবেনা বাংলাদেশের আইনে আমি সিউর।এটা হলো বাঙ্গালী সাংবাদিক ও ওকিলদের টাকা খাওয়ার ধান্দা।
বিষয়টি জানানোর পরও সাকিব দোকান উদ্বোধনিতে যাওয়া, ডিবি পুলিশ দ্বারা শুধু “দুঃখজনক”বলা মানে কি আইনগত কোন পদক্ষেপ নেওয়াকে এড়িয়ে যাওয়া? বাংলাদেশে দুর্নীতিবাজ, খু'নী ও আদালত দ্বারা দোষী সাব্যস্ত ব্যক্তিদের ফুলের মালা দিয়ে বরণ করার যে কুসংস্কৃতি, যা যেমন কোন বিবেকবান বা সুনাগরিকদের চরিত্র নয়, তেমনি ইহা বোকামি, বিবেকহীনতা, ন্যায়নীতির প্রতি অজ্ঞতা ও দুর্নীতিবাজদের প্রতি সহযোগিতা ও সমর্থনপুষ্টকারি হিসাবে বিবেচিত। দেশের সামাজিক অজ্ঞতা ও রাজনৈতিক কুসংস্কার এবং সুষ্ঠ আইন ও আইন প্রয়োগের দুর্বলতা এবং জটিলতা এর জন্য বহুলাংশে দায়ী!
Ex IGP Benzir ??
খু'নি বিদেশে পালায় কিভাবে। কিভাবে পাসপোর্ট ভিসা পেল।
Right
তার আগে আইনজীবী আর পুলিশ কি বাল করছে
পুলিশ খু'ন করা তো খারাপের কিছু নয়
সে তো একটা ভালো কাজ করছে
হাতি ঘোড়া গেল তল পিঁপড়া বলে কত জল
সাকিব কে শাস্তি আওতায় আনা হোক
Sujon Rana halay kicu na buje comments Kore dila
Sujon Rana পুলিশ প্রশাসন তো পারবে না তুই দেখ পারিস কিনা???
Abir Raihan মাদারচোদ আমার পারার দরকার নাই তর বাপের গোপন তথ্য একদিন ঠিকই বের হবে আর চোরের সঙ্গ যে দেয় সেও চোর আর ঐসালায় একটা খু'নি তোদের কেন জলে
Sujon Rana oslil vasa nicu loker hatiar. tor bap khuni r tuw abal
Sujon Rana kuttar bacca kothakar
Sujon Rana স্বয়ং প্রধানমন্ত্রী সাকিবের বাসায় রান্না করে পাঠাই তারে আবার ধরবে কোন অপরাধ ছাড়াই.অপরাধ করলে বলা যেত যে সাকিবকে আইনের আওতায় আনা হোক.. অপরাধ ছাড়া কেমনে সম্ভব রে ভাই
একাধিক খু'নের দায়ে দায়ী খু'নি ওসি প্রদীপ কুমারের সাথেও পুলিশের অনেক বড় কর্মকর্তাদের সাথে দহরমমহরম সম্পর্ক ছিল। তাদেরকে কোনদিন জবাবদিহিতার সম্মুখীন করা হয়েছিল কি?
Mohammad Abdul Wadud কোভিড,কেলেঙ্কারির সাহেদের সাথেওতো ক- তো জনের দহরমমহরম ছিল তাদের একটু ছুঁয়ে দেখুক তো!!!
খু'ন করতে কি সাকিব বলছে নাকি?
FADA r ghorer FADA camsa ukil
সাকিবের দিকে মনযোগ দিয়ে পুলিশকে আড়াল করার চেস্টা।
তাহলে তো যে সব আইনজীবী খু'নীদের মামলায় সহযোগিতা করে তাদেরও গ্রেফতার করতে হবে।
Mokbul Hosan আপনি আগে” আইনজীবী” বিষয় টি অর্থ বুঝতে হবে।
Mokbul Hosan রাইট
Rodela Akash একটু বুঝায়ে দিলে উপকৃত হতাম।
Oi sala k fase dewa hok o baler raondar
এই সাকিব রা টাকার জন্য বৌ এর ও দালালি করবে
একথা আমি আগেই বলেছিলাম, সাকিব,আলম যার বিরুদ্ধেই এই সরকার পদক্ষেপ নিক না কেন একটা শ্রেণির মানুষ ঠিকই অন্যায়ের পক্ষে অবস্থান নিবে এবং হাজার হাজার অপকর্ম জায়েজ প্রমাণ করার চেষ্টা করবে।তাদের অবস্থা এমন,তাদের মা মে **** য়ের ধ'র্ষণ কারী ও খু'নীকেও যদি বর্তমান সরকার বিচারের আওতায় আনতে যায় তখন তারা সেখানেও সরকারের বিরুদ্ধে অবস্থান নিবে এবং সরকারের দোষ খুজে বের করবে। নিচের বিভিন্ন মন্তব্য দেখে তাই মনে হচ্ছে।
তাহলে সকল আইনজীবীদের গ্রেফতার করুন ।
গাজা বেশি খেয়ে ফেল ছে
একজন সেলিব্রিটি কিকরে খু'নির আমন্ত্রণে যায় লজ্জা থাকা দরকার
এটা কোন বাইনচো আইনজীবী
খু'ন করতে সহযোগিতা করেছে না কি? তাহলে বঙ্গবন্ধুর খু'নের আসামিরা যে দেশে আছে তারাও তো খু'নের আসামির সহযোগী রাষ্ট্র! তাদের দূতাবাস এই দেশে থাকবে কেন???
কাচা গন্ধ যুক্ত গাজাখোর উকিল।
ওতো টাকার জন্য ঐখানে গেছে বিজ্ঞাপন দিতে, ওকে গ্ৰেফতার কেন করতে হবে??
আরাফ খান যদি খু'নি সন্ত্রাসী হয়ে থাকে তার মতন আরো অনেক খু'নি এদেশে রয়েছে হয়তো বা ওই জুয়েলার্সেও সংযুক্ত রয়েছে তাহলে তাদেরকে কেন গ্রেফতার জারি করা হচ্ছে না
আর শাকিব হিরো আলম দিঘি কে আমন্ত্রণ করেছে অনেক আগেই আমন্ত্রণ করার পরেও মিডিয়াতে অনেক সম্প্রচার হলো তাহলে তখন কেন বাধা দেওয়া হয় নাই যদি তখন আরাফ খু'নি সন্ত্রাসী এটা প্রচার করতেন তাহলে তো তারা সেখানে উদ্বোধন করতে যাইতো না
সাকিব জানে এইসবে কিছুই হবে না।
সাকিব জানতো না আরাফ খু'নি
একজন সেলিব্রিটি, ভবিষ্যৎ আওয়ামী এমপি (এমনই খবর আকাশে বাতাসে!) দেশের আইনকে অবজ্ঞা করে, টাকার লোভে দুর্ধর্ষ খু'নির আমন্ত্রনে যায়, তাকে অবশ্যই আইনের আওতায় নিতে হবেই।
সেলিব্রিটি ও ভবিষ্যৎ এমপির তকমায় যদি জামাই আদরে থাকে, তাহলে দেশের আইনের প্রতি মানুষের আস্থা শূণ্যের কোঠায় চলে যাবে!!
প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের বিষয়টিকে গুরুত্বভাবে দেখবেন বলেই দেশবাসী আশা করে।
সাকিব এর বাল ও চিটতে পারবিনা
Amr bal🖕
Fucking News
শাকিবকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি 🙏
আমার কথা হইলো,সাকিব আল হাছান কে লাথি মারছে কে,নাকি এমনেতেই পড়ে গেছে।
আর সব কিছই যদি ঠিক থাকে,তা হলে কি এভাবে কেউ কাউকে রিচিব করে,শার্টের কলার ধরে টেনেহিচড়ে মনে হয় চোর নিয়ে যাচ্ছে।
এই কথাটা ফাও কথা
ও আল্লাহ গো!!
সাকিব হাসান সঠিক আছে।
হাজার ও উকিল একসাথে করে ও একটা সাকিব হবে না। সাকিব জাতীয় সম্পদ।
Mane sagol tiger hote chai
বড় মাপের হাম্বাদিক!!
Sakib earnings money from sweating his body You people earning money from telling lies. Who are the best?
u
তামাশা চলিতেছে নাকি দেশে, ফালতু আইনজীবী
স্টিলেস স্টিল এর তৈরি বা*** পারলে ছিড়ে দেখাও