অভিনয় করতে গিয়ে লাল কার্ড দেখলেন নেইমার

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

বিশ্বকাপের বিরতির পর মাঠে ফিরেই লাল কার্ড দেখতে হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে। পিএসজির হয়ে স্ট্রসবার্গের বিপক্ষে খেলতে গিয়ে প্রতিপক্ষের বক্সের মধ্যে ইচ্ছা করে ডাইভ দিয়ে পড়ে যান তিনি। রেফারি নেইমারের এই অভিনয়ের জন্য তাকে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান। দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় সেটা পরিণত হয় লাল কার্ডে। বাধ্য হয়ে মাঠ ছেড়ে যেতে হয় নেইমারকে।

মাত্র ২ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন তিনি। দ্বিতীয়টাতে যে অভিনয় করতে গিয়েছিলেন, তা স্পষ্ট ধরা পড়েছে রেফারির চোখে। কালবিলম্ব না করে তাই তিনি দ্রুত প্রথমে হলুদ কার্ড এবং পরে লাল কার্ড বের করে দেখান।

প্রথম হলুদ কার্ড দেখেন ম্যাচের ৬১তম মিনিটে। এ সময় স্ট্রসবার্গের মিডফিল্ডার আদ্রিয়েন থমাসনের মুখে হাত দিয়ে জোরে গুঁতো দেন নেইমার। যার ফলে রেফারি ক্লেমেন্ট তুরপিন হলুদ কার্ড দেখান নেইমারকে। এর দুই মিনিট পরই দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে আসার পর এটা নেইমারের পঞ্চম লাল কার্ড। এর ফলে আগামী রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানের দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।

Check Also

বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাওয়াশ

আশা জাগিয়েও পারল না ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও বাংলাদেশের বিপক্ষে হার …

16 comments

  1. আশরাফুল ইসলাম কিছু বলে যান

  2. Ba beta sabas

  3. সেরা অভিনেতার পুরস্কার

  4. এমবাপ্পের হাত আছে!😁

  5. সুরাইয়া সুলতানা

    ফুটবল না খেলে অভিনই করলে ভাল ট্রফি পেতেন।

  6. অস্কার দেয়া উচিত। এত সুন্দর অভিনয়। দারুণ।

  7. গাজা খাউ তাজা হও

  8. মেঘনার পারে উলানিয়া

    কৌতুক অভিনেতা দিল মার

  9. বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা কিন্তু পিটিশন দাখিল করবে??????
    তাদের প্রতিবন্ধী কোটার সুযোগ নেই কেন????

  10. অভিনয় এর পুরস্কার লাল মিয়া

  11. এটা কেমন হলো

  12. নেইমার সালায় একটা আসলে আবাল জখন তখন ইচ্চা করে পরে জায়

  13. Nahid Sultana Shanta

    ফাইজলামির একটা লিমিট থাকে,,,এসব সাংঘাতিকরা আর পেজের এডমিনরা হলো ফালতু মানসিকতার,, আরে নেইমারের সমালোচনা করার যোগ্য ্তা কি আপনাদের আছে,,,গভেট কোথাগার

  14. তুমি হীন কবিতা

    অভিনয় করলে যা হয় আর কি।

  15. কি আর করার যেমন কর্ম তেমন ফল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *