মেসিকে প্রেসিডেন্ট হিসেবে চান আর্জেন্টিনার অর্ধেক মানুষ

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

৩৬ বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি। তার হাত ধরেই শিরোপা খরা ঘুচিয়েছে আলবিসেলেস্তেরা। দেশটিতে তাই স্বাভাবিকভাবেই এখন মেসির জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু কতটা?

আর্জেন্টিনার সমাজবিজ্ঞানী হিওকোভের জরিপ বলছে, ৪৩ শতাংশের বেশি মানুষ সরাসরিই জানিয়েছেন মেসিকে তারা দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। আর ১৭.৫ শতাংশ মানুষ ‘হয়তো’ বলছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানিয়েছ, আগামী বছর আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচন। তাই তার আগে দেশের পরিস্থিতি বুঝতে আড়াই হাজারের বেশি মানুষের ওপর জরিপটি চালিয়েছেন সমাজবিজ্ঞানী জিওকোভ। যেখানে বেশ বড় ব্যবধানে জয়ী হয়েছেন মেসি। পেছনে ফেলেছেন বর্তমান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, মাওরোসিও মার্কি, ক্রিস্তিয়ান কারচানেরের মতো রাজনীতিবিদদের।

জরিপ বলছে, ৪৩ শতাংশের বেশি মানুষ সরাসরিই জানিয়েছেন মেসিকে তারা দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। আর ১৭.৫ শতাংশ মানুষ ‘হয়তো’ থাকলেও মেসির পক্ষেই সমর্থন জানিয়েছেন।

অপরদিকে মেসির পর দ্বিতীয় হওয়া ডানপন্থি নেতা জাভিয়ের মিলেয়া পেয়েছেন কেবল ১২ শতাংশ ভোট। তারপরই ১১ শতাংশ ভোট নিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট ক্রিস্তিয়ান কারচানের। এ ছাড়া বর্তমান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ পেয়েছেন মাত্র ১.৩ শতাংশ মানুষের সমর্থন।

এদিকে মেসিদের বিশ্বকাপ জয়ের পর প্রেসিডেন্ট প্রাসাদে না যাওয়া সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন দেশটির মানুষ। জরিপে দেখা গেছে, ৮২ দশমিক ৯ শতাংশ মানুষ আলবিসেলেস্তেদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

Check Also

বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাওয়াশ

আশা জাগিয়েও পারল না ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও বাংলাদেশের বিপক্ষে হার …

9 comments

  1. মো আজিজুল হক হাওলাদার

    ঠিক আছে এবার

  2. Kaniz Fatima Jharna

    এখন না আমরা মেসির আরও খেলা দেখবো।

  3. Tahole to valoy hoi ontoto pokhe akjon valo manush rajjo calate parbe

  4. এখন না। আমরা মেসির খেলা দেখতে চাই।

  5. রাজনীতিতে না যাওয়ায় ভালো

  6. Argentina dekhi Bangladesh er pothe hatche…😂😂

  7. এটা তো হিসাবেই হবে। মেসির মতো একজন মানুষ প্রতিটি দেশেরই প্রেসিডেন্টের যোগ্যতা রাখে।

  8. যেনো এই অফার গ্রহণ না করে মেসি,এটাই আশা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *