বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাওয়াশ

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

আশা জাগিয়েও পারল না ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও বাংলাদেশের বিপক্ষে হার মানল জস বাটলারের দল। হোয়াইটওয়াশের বেদনায় পুড়তে হলো টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ইংলিশদের ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটে ১৪২ রানে থেমেছে সফরকারীরা।

এক পর্যায়ে জয়ের জন্য শেষ ৪ ওভারে ৪০ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। হাতে ছিল ৭ উইকেট। সেখান থেকে শেষ ওভারে গিয়ে সেই সমীকরণ দাঁড়ায় ২৭ রানের।

হাসান মাহমুদের করা প্রথম দুই বলে ক্রিস ওকস চার হাঁকালেও পরে আর পারেননি। স্নায়ু চাপটা দারুণভাবে সামলে নিয়েছেন তরুণ বোলার হাসান। বাংলাদেশ মেতেছে সিরিজ জয়ের আনন্দে।

ইংল্যান্ডের বিপক্ষে এটিই প্রথম দিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ ছিল বাংলাদেশ। আর সেই সিরিজেই জয় সাকিব আল হাসানদের। টি-টোয়েন্টি নিজেদের বদলে ফেলার অভিযানে প্রথম পরীক্ষায় পুটো লেটার মার্কসই পেল বাংলাদেশ।

Check Also

তামিমাকে ফেরত নেব কিনা তা বিচারের পর চিন্তা করব: রাকিব (ভিডিও)

আমি চাই ন্যায়বিচার হোক। তারা শাস্তি পাক। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টে সাংবাদিকদের এ কথা বলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *