ফেইস দ্যা পিপলস পরিচালক ও উপস্থাপক সাইফু সাগর জনাব শাহরিয়া কবির কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন আমি যদি শিবির অথবা কোন রাজনৈতিক দলের সাথে ছিলাম এমন অভিযোগ প্রমাণ করতে পারল তাহলে আমি এই অনলাইন টকশো প্রোগ্রাম থেকে আজীবনের জন্য সরে দাঁড়াবো,
নয়তোবা আপনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, আজ নিজের ফেইস দ্যা পিপলস থেকে এক ভিডিও বার্তায় শাহরিয়া করিব কে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন ফেইস দ্যা পিপলস এর পরিচালক সাইফুর সাগর।
গত ২০ ডিসেম্বর, রোববার ”Facebook page. ”Face the people”-এ সাইফুর সাগরের সঞ্চালনায় একটি লাইভ ডিবেইড অনুষ্ঠিত হয়। (অনুষ্ঠানটির রিয়ল টাইম ভিউয়ারস ছিল প্রায় ২৩ হাজারের মতো যা এযাবৎ কালে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা)। এতে উপস্থিত ছিলেন ড. সায়িদ এনায়েত উঁব্ধাহ আববাসি ও ঘাদানিক সভাপতি শাহরিয়ার কবির।
শুরুতেই উপস্থাপক সাইফুর সাগর শাহরিয়ার কবিরের কাছে জানতে চান— ইসলাম ধর্মের কোন বিষয়কে বাংলাদেশর মানুষের জীবন ব্যবস্থার মধো সাংগষির্ক বলে আপনি মনে করেন এবং কেন করেন? ভিডিওটি নিম্মে দেওয়া হল