বড় ভাইরা পদে এনেছেন, কেন দিয়েছেন তারাই জানেন: ছাত্রলীগ নেত্রী সানজিদা

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা। এসময় আরেক অভিযুক্ত তাবাসসুম ইসলামও তদন্ত কমিটির কাছে তার বক্তব্য তুলে ধরেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে তদন্ত কমিটির মুখোমুখি হন তারা। প্রায় চার ঘণ্টা নিজের বক্তব্য উপস্থাপন শেষে বের হন ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী। পরে দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সানজিদা চৌধুরী অন্তরা বলেন, ‘আমার কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমার সই করা চার পৃষ্ঠার লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। আমি আর কিছু বলতে চাচ্ছি না। তদন্ত হচ্ছে, তদন্তের মাধ্যমে আপনারা সবকিছু জানতে পারবেন।’
আগে দলীয় কোনো কর্মসূচিতে অংশ না নিয়েও কীভাবে পদ পেলেন জানতে চাইলে তিনি বলেন, ‘কমিটিতে আসা না আসা সেটা তো আমি মন্তব্য করার বিষয় না। আপনারা বড়দের সঙ্গে কথা বলতে পারেন।’

ঘটনার সত্যতার বিষয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী।এদিকে এক প্রশ্নের জবাবে তাবাসসুম ইসলাম বলেন, ‘আমি যা বলার তদন্ত কমিটির কাছে বলেছি। আপনাদের কিছু বলবো না।’

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘তদন্তে কী পেলাম সেটা এখন প্রকাশ করা সম্ভব না। তবে অনেকখানি অগ্রগতি হয়েছে। কে অভিযুক্ত এটা এখন বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘সিসি টিভির ফুটেজের জন্য হল প্রভোস্টকে জানানো হয়েছে। তদন্ত আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। বিকেলে সরেজমিন হল পরিদর্শন করবো।’

পরে অভিযুক্ত দুই ছাত্রী দুপুর সোয়া ২টার দিকে হল প্রশাসন কর্তৃক তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার দিতে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত হল কমিটির সঙ্গে তাদের সাক্ষাৎকার চলছিল।
এরআগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়িতে করে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তাবাসসুম ইসলাম ক্যাম্পাসে প্রবেশ করেন।

Check Also

ইত্যাদি’র নানি এখন প্রতারণা মামলার আসামি

দেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’’র প্রতি পর্বে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থাকে নানি-নাতির মধুর বাক্যালাপ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *