জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট ভারতের

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এতদিন জাতিসংঘে ভোটাভুটি থেকে কার্যত বিরত থেকেছে ভারত। এবার তারা রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল।
কয়েকদিন আগেই পূর্ব ইউক্রেনের লুহানস্ক, দনেৎস্ক, খেরসন ও ঝাপোরিজ্ঝিয়াকে তাদের অংশ বলে ঘোষণা করেছে রাশিয়া। সেই ঘোষণাকে ‘বেআইনি’ ঘোষণা করে জাতিসংঘের সাধারণ পরিষদে নিন্দাপ্রস্তাব আনা হয়েছিল। রাশিয়ার দাবি ছিল, এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি গোপন ব্যালটে হোক। খোলাখুলি ভোট যেন না হয়। এই দাবি নিয়েই ভোটাভুটি হয়। সেখানে ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়।

ভারত ছাড়া আরো ১০৬টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে। ৩৯টি দেশ ভোটদানে বিরত ছিল। তার মধ্যে রাশিয়া ও চীনও আছে। অর্থাৎ, রাশিয়া নিজেও নিজের আনা প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি। মাত্র ১৩টি দেশ রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে।

Check Also

আমি কি দুর্নীতি করেছি, আপনারা বলেন: পাপন

‘বিএনপি এখনো শুধু মিথ্যাচার করে চলেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন দেশে কি দুর্নীতি হয়েছে? ভৈরব, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *