নাদিয়াকে নিয়ে হাত ছেড়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন সঙ্গী, দাবি হেলপারের

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

রাজধানীর প্রগতি স্মরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় আদালতে নিজেদের দায় অস্বীকার করেছেন গ্রেপ্তার বাসচালক ও হেলপার।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আল ইমরান রাজন আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে এ সময় আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শুনানিকালে বিচারক আসামিদের কাছে জানতে চান তাদের কিছু বলার আছে কিনা? তখন চালক লিটন বলেন, আমার মাথাব্যথা করছিল। এ জন্য আমার পরিচিত ড্রাইভার আরিফকে গাড়িটি দিয়েছিলাম। পরে শুনি এ ঘটনা ঘটেছে। আমার কোনো দোষ নেই। এ ঘটনা শোনার পর আমি এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছিলাম। সেখান থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে আসে। আমি ওই ড্রাইভারকে ধরার অনুরোধ করছি।
অপরদিকে হেলপার আবুল খায়ের বলেন, আমাদের বাসটি দাঁড়ানো ছিলো। একটি লোক হাত ছেড়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন আর ওই মহিলাকে কী জানি দেখাচ্ছিলেন। হাতছাড়া থাকার কারণে মোটরসাইকেলটি পড়ে যায়। পরে আমাদের গাড়ির পেছনের চাকায় ধাক্কা লাগে।
এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশে রিমান্ড আগামী চার কার্যদিবসে শেষ করতে হবে বলে উল্লেখ করেন বিচারক। সেই সঙ্গে আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন।

এর আগে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান জানান, নিহত নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় ভিক্টর পরিবহনের ওই বাসটির চালক ও হেলপারকে আসামি করা হয়েছে।
এরপর সোমবার সকালে মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয়েছে ঘাতক বাসটিও।
উল্লেখ্য, রোববার (২৩ জানুয়ারি) দুপুর পৌনে ‌১টার দিকে ভাটারা এলাকায় বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাদিয়া মারা যান, আহত হন তার বন্ধু মেহেদী হাসান। নিহত নাদিয়া ওই ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী ছিলেন। তার বাড়ি নারায়গঞ্জের ফতুল্লা থানার চাষাড়ায়। এক সপ্তাহ আগে উত্তরায় একটি হোস্টেলে উঠেছিলেন তিনি।

Check Also

আমি কি দুর্নীতি করেছি, আপনারা বলেন: পাপন

‘বিএনপি এখনো শুধু মিথ্যাচার করে চলেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন দেশে কি দুর্নীতি হয়েছে? ভৈরব, …