Breaking News

আমি কি দুর্নীতি করেছি, আপনারা বলেন: পাপন

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

‘বিএনপি এখনো শুধু মিথ্যাচার করে চলেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন দেশে কি দুর্নীতি হয়েছে? ভৈরব, কুরিয়ারচরে আমার আব্বা ও আমি কি দুর্নীতি করেছি?, আপনারা বলেন।’
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করায় কলেজের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এসব কথা বলেন।

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, সেদিন যদি আমার আম্মার ওপর গ্রেনেড না পড়ে ট্রাকের ওপর পড়তো তাহলে সেদিন দেশনেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে থাকতে পারতেন না। সেদিন কুচক্রী বিএনপি-জামায়াত আমার আম্মাকে চিকিৎসা করতে দিলো না। তারা নিষেধ করে দেয় আমার আম্মাকে কোথাও নেওয়া যাবে না। মারা যাওয়ার পর রাত আড়াইটার পর ফোন করে আমাকে বলে, আমার আম্মা মারা গেছে। আমি যখন আসছি তখন তারা বলে আসতে হবে না। তখন তারা আমার আম্মাকেও দেখতে দেয়নি।

বিসিবি সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোনো আমলে উন্নয়ন হয়নি। তাদের (বিএনপি) আমলে শুধু দুর্নীতি হয়েছিলো।

Check Also

ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বন্ধুকে ছুরি’কাঘাত!

বন্ধুর ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ …

4 comments

  1. বাংলাদেশের দুইজনের কোন বিবর্তন সম্ভব নয়। সালাউদ্দিন আর পাপন

  2. জি।

  3. লজ্জা সরম নাই

  4. Vot chor