‘কড়া হেডমাস্টার’ হাথুরুসিংহেই সাকিব-তামিমদের প্রধান কোচ

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

‘কড়া হেডমাস্টার’ হাথুরুসিংহে আগামী দুই বছরের জন্য ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের প্রধান কোচ হলেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৪ সালে প্রথম মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে হাথুরুসিংহের। এর আগে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের পদ ছেড়ে দেন তিনি।

 ২০১৪-২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করার আগে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর হয়েছিলেন শ্রীলঙ্কার কোচও। এরপর ২০২০ সালে আবার অস্ট্রেলিয়ান দলটিতে ফিরে যান তিনি। এবার দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ হলেন তিনি। আর এবারও অস্ট্রেলিয়া থেকে কোচের পদ ছেড়ে বাংলাদেশের দায়িত্ব নিলেন হাথুরুসিংহে।

প্রথমবার প্রধান কোচরে দায়িত্বে থেকে ২০১৭ সালে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষে পদত্যাগ করেছিলেন হাথুরুসিংহে। এরপর প্রায় ছয় বছর ঘুরেফিরে আবারও দায়িত্বে নিলেন পুরোনো পদে।

প্রথম মেয়াদে দায়িত্বে থাকাকালীন অনেক বিতর্কে জড়িয়েছিলেন হাথুরুসিংহে। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় কিছু সাফল্য এসেছে সেই মেয়াদকালেই। পরপর তিন ওয়ানডে সিরিজ জয়, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার সুযোগ হয়েছিল হাথুরুসিংহের সময়েই।
তার সময়ে ওয়ানডের পাশাপাশি টেস্টেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিল বাংলাদেশ টিম। এবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে সেই সফলতার পথকে কতটুকু এগিয়ে নিতে পারেন, সেটিই এখন সময়ের অপেক্ষা।

Check Also

সোনার বাংলা গড়তে কূটনীতিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়তে দেশের কূটনীতিকদের আগামী দিনগুলোতে …